সিলেটে নাট্যকর্মীদের উপর হামলা: অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে মামলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৪:৩৯:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে সংস্কৃতিকর্মীদের উপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিলেট কোতোয়ালি মডেল থানায় সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজতকান্তি গুপ্ত বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ এরই মধ্যে মামলাটি নথিভুক্ত করেছে। তবে, এ ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকাল পৌনে পাঁচটার দিকে মহানগরের কিনব্রিজ এলাকার সারদা হলে বিএনপির রোডমার্চ ও সমাবেশে যোগ দিতে আসা কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে সিলেটের সংস্কৃতিকর্মীদের উপর হামলার অভিযোগ উঠে। হামলায় অন্তত ১০ জন সংস্কৃতিকর্মী আহত হয়েছেন বলে সংস্কৃতিকর্মীদের অভিযোগ।
আহতদের মধ্যে রয়েছেন- লিটল থিয়েটারের আব্দুল কাইয়ূম মুকুল, নাট্যকর্মী হুমায়ুন কবির জুয়েল, চয়ন পাল শান্ত, নাট্যকার বিভাস শ্যাম যাদন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তের ছেলে লামানুজ গুপ্ত।
খবর পেয়ে সিলেটের সংস্কৃতিকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যা ছয়টার দিকে নাট্যকর্মীরা মহানগরে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।
এদিকে, ঘটনার প্রতিবাদে আগামীকাল রোববার মহানগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি পালিত হবে। এর আগে বেলা তিনটায় সারদা হলে সংস্কৃতিকর্মীরা জমায়েত হয়ে বিকেল চারটায় নগরে মৌন মিছিল করে শহীদ মিনারে মিলিত হবেন।