জকিগঞ্জে খুনের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা ॥ নারী কারাগারে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৪:৪১:০১ অপরাহ্ন
জকিগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : জকিগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ভাগ্নে জাকারিয়ার হাতে মামা আবুল হোসেন লিচু খুনের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার বিকেলে কাজলসার ইউপির মঙ্গলশাহ গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে আবুল হোসেন লিচু তার পাশের বাড়ির বাসিন্দাদের পিটুনিতে নিহত হন।
গতকাল শনিবার রাতে নিহতের স্ত্রী সারমিন আক্তার সুমি (২৬) বাদী হয়ে জকিগঞ্জ থানায় নারী পুরুষসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে গতকাল শনিবার মামলার প্রধান আসামি জাকারিয়ার মা এজাহারভুক্ত চায়না বেগম (৪০) কে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।
মামলার আসামিরা হলেন, মঙ্গলশাহ গ্রামের ছওয়াব আলীর ছেলে জাকারিয়া আহমদ (২৫), ছওয়াব আলীর স্ত্রী চায়না বেগম (৪০), হাবিব আলীর মেয়ে মনি বেগম (৩০), মৃত রজব আলীর স্ত্রী পিয়ারা বেগম (৫০), মৃত ময়না মিয়ার ছেলে মামুন আহমদ (২২), জুবেল আহমদ (২৫), হেলাল আহমদ আহমদ (২৬), মৃত রজব আলীর ছেলে নজমুল ইসলাম (৩০), আব্দুল জলিলের ছেলে হারুন মিয়া (৫০), দরগা বাহারপুর গ্রামের মৃত হুতু মিয়ার ছেলে আফতাব উদ্দিন (৫০), জামুরাইল গ্রামের মৃত মছদ্দর আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৫০)।
জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ জানান, খুনের ঘটনায় জড়িত ও এজাহারভুক্ত আসামি চায়না বেগমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের তিনটি টিম কাজ করে যাচ্ছে। এজাহারে বাদী উল্লেখ করেছেন জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে।