বিশ্ব নদী দিবস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৫:৪২:৩৭ অপরাহ্ন
অত্যাচারি শাসনকর্তা কেয়ামতের দিন আল্লাহর কাছে সর্বাপেক্ষা অধম হবে। -আল হাদিস
আজ বিশ্ব নদী দিবস। নদী রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষে পালিত হয় দিবসটি বিশ্বের অনেক দেশের মতো আমাদের দেশেও। ১৯৮০ সাল থেকে প্রতি বছর দিবসটি পালিত হয়ে আসছে। সেই বছর কানাডার খ্যাতনামা নদী বিষয়ক আইনজীবী মার্ক অ্যাঞ্জেলো সেপ্টেম্বর মাসের শেষ রোববার দিনটিকে নদী দিবস হিসেবে পালনের উদ্যোগ নিয়ে ছিলেন। পরবর্তীতে ২০০৫ সালে জাতিসংঘ নদী রক্ষায় জনসচেতনতা তৈরি করতে ‘জীবনের জন্য জলদশক’ ঘোষণা করে। সে সময়ই জাতিসংঘ দিবসটি অনুসমর্থন করে। এর পর থেকেই
জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থা দিবসটি পালন করছে। আর বাংলাদেশে ২০১০ সাল থেকে পালিত হচ্ছে দিবসটি।
নদ-নদী মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে মানবজাতির জন্য একটি অনন্য উপহার। প্রকৃতির ভারসাম্য রক্ষার ক্ষেত্রে নদ-নদী, পাহাড়-পর্বত, সাগর, হাওর-বিল অবদান রাখে। কিন্তু নানা কারণে প্রকৃতির এইসব সৃষ্টি আজকাল বিপর্যয়ের সম্মুখীন। তাই নদীকে বাঁচিয়ে রাখার জন্য সারা বছর একাধিক ‘দিবস’ পালিত হয়। আজ পালিত হচ্ছে বিশ্ব নদী দিবস। যখন এই দিবসটি সারা বিশ্বে পালিত হচ্ছে, তখন আমাদের দেশের নদীর অবস্থা কী, সেটা দেখা দরকার। অতি প্রাচীনকাল থেকেই বাংলাদেশ একটি নদী মাতৃক দেশ হিসেবে পরিচিত সারা বিশ্বে। সারা দেশে জালের মতো ছড়িয়ে রয়েছে অসংখ্য ছোট বড় নদী। এই নদ-নদীর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে মানুষের জীবন প্রবাহ। কোটি কোটি মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্নার অংশীদার এই নদ-নদী। যাতায়াতের মাধ্যম হিসেবে নদীর ভূমিকা অতুলনীয়। মৎস্য সম্পদের ভান্ডারও এই নদী। কিন্তু আমাদের ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত এই নদ-নদীর এখন দুর্দিন চলছে। মরে যাচ্ছে অনেক নদী। অনেক নদীই হারিয়ে গেছে মানচিত্র থেকে। এক সময়ের খরস্রোতা অনেক নদী এখন মৃতপ্রায়। অনেক নদীর বুকে শিশুরা খেলাধূলা করছে; আবার ফসল চাষ হচ্ছে কোন কোন নদীর বুকে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দেশে কমপক্ষে আট হাজার কিলোমিটার নৌপথ হারিয়ে গেছে। এখন বর্ষা মওসুমে নৌপথের পরিমাণ ছয় হাজার কিলোমিটার। আর শুষ্ক মওসুমে তার অর্ধেকে নেমে আসে নৌপথ। এখানে নদীর ভাঙ্গন ও চর জেগে উঠাও একটা বড় বিপর্যয়। ৬৪ জেলার মধ্যে ৫৬ জেলায়ই তীব্র হয়ে ওঠেছে নদী ভাঙ্গন।
অর্থাৎ বিশ্ব নদী দিবসের প্রাক্কালে এটা বলতেই হয় যে, নদীমাতৃক এই দেশের নদ-নদীর অবস্থা মোটেই ভালো নয়। নানা কারণে আমাদের অনেক নদীর অস্তিত্ব আজ হুমকিতে। অনেকগুলো বিলুপ্ত হয়ে গেছে। বাংলাদেশে নদী ব্যবস্থাপনা নিয়ে যতোগুলো আইন রয়েছে, সবগুলোই নদী শাসন কেন্দ্রীক। নদীর অধিকার এবং নদীর জীবন্ত সত্ত্বাকে স্বীকৃতি দিয়ে এখনও কোন আইন হয় নি। ফলে নদীকে কেন্দ্র করে যতোগুলো কার্যক্রম হচ্ছে সেগুলো কোন না কোনভাবে নদীকে ক্ষতিগ্রস্ত করছে। যদিও ইতোপূর্বে সর্বোচ্চ আদালত থেকে নদীকে জীবন্ত সত্ত্বা হিসেবে ঘোষণার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে, দেশে বর্তমানে নদী কেন্দ্রীক দুয়েকটি আইন প্রচলিত রয়েছে। অন্তত এগুলো প্রয়োগ করলেও নদী অনেকটাই সুরক্ষিত হবে।