জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশে কোন নির্বাচন হবে না ———– খন্দকার মুক্তাদির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৫:২৬:১৪ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘অবৈধ সরকার দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শেখ হাসিনা ষড়যন্ত্র করে বেগম খালেদা জিয়াকে গৃহান্তরীন করে রেখেছে। বেগম জিয়া গুরুতর অসুস্থ হওয়ার পরও তাকে বিদেশে চিকিৎসা নিতে দিচ্ছেনা। ১৮ কোটি মানুষের আস্থার প্রতীক বেগম জিয়াকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিয়ে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। বেগম জিয়ার মুক্তি ছাড়া দেশে কোন নির্বাচন হবে না।’
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল রোববার বিকেলে নগরীর রেজিস্ট্রি মাঠে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
খন্দকার মুক্তাদির তার বক্তব্যে আরো বলেন, ‘সরকার নির্লজ্জ দলীয়করণ ও দুর্নীতির মাধ্যমে দেশের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, আর্থিক সংস্থা, বিচার বিভাগসহ প্রতিটি স্থানে দলীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নিজেদের ইচ্ছামত পরিচালিত করছে। এসব করেও শেষ রক্ষা হবে না। দেশের ৫ ভাগ মানুষও তাদের সমর্থন করে না। সরকারের দিন ফুরিয়ে এসেছে।’
সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘জনগণের ভোটে তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত রেখে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। দেশবাসী এই স্বৈরাচারের হাত থেকে মুক্তি পেতে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রেখেছে।
স্বাগত বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, সরকার ষড়যন্ত্রমূলক মামলায় বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। তাকে সুচিকিৎসা নিতে দিচ্ছে না।
সমাবেশ শেষে নগরীর রেজিস্ট্রি মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিলে সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের
বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- হাদিয়া চৌধুরী মুন্নী, এডভোকেট আশিক উদ্দিন আশুক, মামুনুর রশিদ মামুন (চাকসু), হাজী শাহাব উদ্দিন আহমদ, ফখরুল ইসলাম ফারুক, একেএম তারেক কালাম, ইকবাল বাহার চৌধুরী, শহিদ আহমদ চেয়ারম্যান, রেজাউল হাসান কয়েস লোদী, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, নাজিম উদ্দিন লস্কর, শাহাব উদ্দিন আহমদ, হাজী আব্দুন নুর চেয়ারম্যান, সৈয়দ মিসবাহ উদ্দিন, নজিবুর রহমান নজিব, সামিয়া বেগম চৌধুরী, লিলু মিয়া চেয়ারম্যান, আব্দুল হাকিম চৌধুরী, মামুনুর রশীদ, সুরমান আলী, কামরুল হাসান সাহীন, গৌছ আলী, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, তাজরুল ইসলাম তাজুল, মোঃ আমির হোসেন, আনোয়ার হোসেন মানিক, এডভোকেট আবু তাহের, ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, কোহিনুর আহমদ, আবুল কাশেম, সৈয়দ সাফেক মাহবুব, এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মূর্শেদ আহমদ মুকুল, হুমায়ুন আহমেদ মাসুক, নেওয়াজ বক্ত তারেক, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, মকসুদ আহমদ, শাকিল মোর্শেদ, ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান, এডভোকেট আল আসলাম মুমিন, আক্তার রশিদ চৌধুরী, আফজাল উদ্দিন, দিনার খান হাসু, হাজী ডাঃ আশরাফ আব্দুল ওয়াহিদ সুহেল, জয়নাল আহমদ রানু, আলী আকবর, স্ট্যলিন, আজিজুর রহমান, জালাল খান, আব্দুল মালেক, মাহবুব আলম, বাদশা আহমদ, অর্জুন ঘোষ, মনিরুল ইসলাম তুরন, আহাদ চৌধুরী শামীম, শাহীন আলম জয়, ডাঃ নাজিম উদ্দিন, আসাদ উদ্দিন প্রমুখ।-বিজ্ঞপ্তি