সালেহ আহমদ খসরু ও দিনার খান হাসু বিএনপি থেকে বহিষ্কার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৫:৪৩:৪৪ অপরাহ্ন
সিলেট মহানগর ৫নম্বর ওয়ার্ড বিএনপির ৪৯নম্বর নির্বাহী সদস্য সালেহ আহমদ খসরু এবং ১৯নম্বর ওয়ার্ড বিএনপির ৪২নম্বর নির্বাহী সদস্য দিনার খান হাসুকে বিএনপি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার রাতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- গত ২১ সেপ্টেম্বর ভৈরব থেকে শুরু হওয়া রোডমার্চের শেষ জনসভা আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। ওই জনসভার পূর্বের দিন সকাল সাড়ে ১১টায় রোডমার্চের দল নেতা ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন। জেলা ও মহানগর বিএনপি’র দায়িত্বশীল নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাঠ পরিদর্শন শেষে কোন কারণ ছাড়া দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে অশোভন আচরণের অভিযোগ আনা হয়েছে সালেহ আহমদ খসরু এবং দিনার খান হাসুর বিরুদ্ধে ।
নেতৃবৃন্দ বলেন, এ ধরণের আচরণ দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং এতে প্রতিয়মান হয় যে, ২১ তারিখের আলিয়া মাদ্রাসা মাঠের জনসভার আয়োজনটি বিঘিœত করার উদ্দেশ্য ছিল। এজন্য শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।
সেই সাথে কেন তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হবে না তা আগামী ৭ দিনের মধ্যে পক্ষের বক্তব্য থাকলে মহানগর বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবরে প্রেরণ করার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য- মহানগর বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সাময়িক বহিষ্কারের চিঠি সালেহ আহমদ খসরু ও দিনার খান হাসুর নিকট প্রেরণ করা হয়েছে। একই সাথে এর অনুলিপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বরাবরে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞপ্তি