ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এর চেয়ারম্যানের লিডিং ইউনিভার্সিটি পরিদর্শন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৫:৫০:৩৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. কিসমাতুল আহসান লিডিং ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন। গতকাল রোববার বিকেল ৪টায় সিলেটের দক্ষিণ সুরমার রাগীব নগরে অবস্থিত লিডিং ইউনিভার্সিটি পরিদর্শন করেন এবং লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, ট্রেজারার বনমালী ভৌমিক, ট্রাস্টি বোর্ড সদস্য মিসেস সাদিকা জান্নাত চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ড সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর পরিচালনা বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমানসহ কর্মকর্তাবৃন্দ এবং লিডিং ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফাইন্যান্স এর অধ্যাপক ড. মো. কিসমাতুল আহসান লিডিং ইউনিভার্সিটিতে উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।