দক্ষিণ সুরমায় ৩০ ব্যক্তির মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ৩:২৪:৩০ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট- ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এর মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ৩০ জন অসুস্থ ব্যক্তির মধ্যে প্রায় ১৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার চন্ডিপুলে সংসদ সদস্যের নিজ কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়।
বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর এর সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অরুণ দেবনাথ সাগর এর সঞ্চালনায় চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। চেক বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েছ আহমদ, বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিয়াব
উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ছদরুল ইসলাম, সদস্য কয়েছ আহমদ, পূর্ব পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াবর মিয়া, কামালবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু, দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, উওর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাইয়ুম আহমদ, সিলেট জেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বদরুল আলম তুহিন, প্রমুখ।