সিলেটে রাজনৈতিক দলের নেতাদের সাথে সংলাপ
নারীদের নিজেদের দক্ষ, যোগ্য করে তুলতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ৩:৩৬:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজনৈতিক দলের সকল কমিটিতে এক তৃতীয়াংশ নারী অন্তর্ভুক্ত হলে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন হবে। তা বাস্তবায়ন করতে সকল রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে। তবেই, প্রকৃতভাবে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন হবে।
অপরাজিতা নেটওয়ার্কের উদ্যোগে সিলেট বিভাগীয় পর্যায়ে রাজনৈতিক দলের নেতাদের সাথে সংলাপে বক্তারা একথা বলেন। গতকাল সোমবার নগরীর মির্জাজাঙ্গালস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি ও সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সালমা বাসিতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।
সংলাপে প্রধান অতিথি শফিকুর রহমান চৌধুরী বলেন, একজন রাজনৈতিক নেতাকে দক্ষ, যোগ্য ও সময় বের করে কাজ করতে হয়। আর একজন নারী রাজনীতিতে আসলে তাকে দক্ষ, যোগ্য ও সময় বের করতে হবে। যারাই রাজনীতিতে সক্রিয় তারা সকলেই এসব কিছু মেনে চলেন। এর ফলে এ সংখ্যা খুবই নগন্য। এ থেকে বের হয়ে আসলে অবশ্যই রাজনৈতিক দলগুলোতে নারীর অংশগ্রহণ বাড়বে।
অপরাজিতা নেটওয়ার্ক সিলেট জেলা সহ-সভাপতি ও সিলেট জেলার নারী উন্নয়ন ফোরামের সভাপতি মাজেদা রওশন শ্যামলীর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান সফর উদ্দিন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি সামিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট ইমরান আহমদ, জাসদের সাধারণ সম্পাদক কে এম কিবরিয়া, গণঅধিকার পরিষদের আব্দুল্লাহ আল মাহমুদ সুজন, জাতীয় মহিলা পর্টি সিলেট মহানগরের আহ্বায়ক রুনা বেগম।
সংলাপে অপরাজিতার উপর আলোকপাত করেন প্রকল্প সমন্বয়কারী শেফালি বেগম। স্বাগত বক্তব্য রাখেন অপরাজিতা সদস্য ও ইউপি সদস্য ডালিয়া আখতার। উন্মুক্ত আলোচনায় অংশ নেন অপরাজিতা সদস্য ও শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, অপরাজিতা ও সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সেলিনা বেগম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অধিকার এমনি এমনি আসে না। অধিকার আদায় করে নিতে হয়। রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণের জন্য নারীদের সোচ্চার হতে হবে। এজন্য নারীরা নিজেদের দক্ষ, যোগ্য করে তুলতে হবে। সর্বোপরি পরিবারের সম্মতি নিরাপত্তার দিক নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, অপরাজিতা সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের ১১টি উপজেলায় নারীদের উন্নয়নে কাজ করছে।