সিলেটে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সম্মেলন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ৫:০৫:৩১ অপরাহ্ন
দেশের অগ্রযাত্রার স্বার্থে নারীর
রাজনৈতিক ক্ষমতায়ন অপরিহার্য
স্টাফ রিপোর্টার : নারী নেতৃবৃন্দকে নিয়ে সিলেট বিভাগীয় সম্মেলনে বক্তারা বলেছেন, দেশে রাজনৈতিকভাবে ক্ষমতায়ন নারীর সংখ্যা এখনো অপ্রতুল। আর যে ক’জন ক্ষমতাপ্রাপ্ত নারী রয়েছেন তারাও প্রতিবন্ধকতার সম্মুখীন। তাই, দেশের অগ্রযাত্রা ও সুশাসনের স্বার্থে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন অপরিহার্য বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
গতকাল সোমবার নগরীর একটি অভিজাত হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ‘এডভান্সিং উইমেন্স লিডারশীপ ইন পলিটিক্স’ শীর্ষক বিভাগীয় সম্মেলনের আয়োজন করে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারী নেতৃত্ব বৃদ্ধিতে বিভিন্ন সুপারিশমালা প্রদান করেন।
সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, নারীর অগ্রযাত্রায় আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহিত নারীর ক্ষমতায়নে বিভিন্ন উদ্যোগ আজ দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। তাঁর হাত ধরেই সম্ভব নারীর প্রতি সকল বৈষম্য দূর করে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করা। এতে সমাজ ও রাষ্ট্র যেমন উপকৃত হবে, তেমনি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করা সম্ভব হবে।
সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনীন হোসেইন, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম হাসান জেবুল, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শামসুন্নাহার বেগম শাহানারা, সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য মো. মোশতাক আহমেদ পলাশ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সায়েদা জেরিন, মৌলভীবাজার জেলা যুবলীগ সভাপতি পারভিন আক্তার, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার মিনু, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ডা. নাজরা চৌধুরী প্রমুখ।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল ম্যানেজার মোছাম্মদ রহিমা বেগমের সঞ্চলনায় শুভেচ্ছা বক্তব্যে সংস্থার সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. নাইমুর রহমান বলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজনীতিতে তৃণমূল পর্যায়ে অংশ গ্রহণ বৃদ্ধি এবং এর জন্য রাজনৈতিক পরিবেশের উন্নয়নে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এসপিএল প্রকল্পের আওতায় সিলেটে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে অংশ নেন সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের প্রায় ৩৫ জন নেতা-কর্মী।