জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশ বিষয়ক কনফারেন্স
বহির্বিশ্বে দেশের সুনাম বৃদ্ধিতে প্রবাসীদের অবদান রাখতে হবে ॥ পররাষ্ট্রমন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ৪:৩৬:৫৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : সেন্টার ফর এনআরবির উদ্যোগে ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। কনফারেন্সের প্রতিপাদ্য ছিল “বাংলাদেশঃ শান্তিরক্ষী ও প্রবাসীদের মাধ্যমে ব্রান্ডিং”।
এনআরবি সেন্টারের চেয়ারপার্সন এমএস সেকিল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, জাতিসংঘে নিযুক্ত আমেরিকার শান্তি বিষয়ক রাষ্ট্রদূত ডঃ সীমা কারাতনায়া ও সম্মানিত অতিথি ছিলেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা।
অনুষ্ঠানে নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন-লন্ডন প্রবাসী মাহমুদ হাসান এমবিই ও শেখ আলিউর রহমান ওবিই। এছাড়া আরো বক্তব্য রাখেন সানোয়ার এ চৌধুরী, ইনা ইসলাম, এডভোকেট নাসির উদ্দীন, সার্জেন্ট এরশাদুর সিদ্দীক, ওয়াসেফ চৌধুরী, রোকন হাকিম, শাহি চৌধুরী, আদিব মালেক চৌধুরী, ফাতেমা প্রিসিলা ও তাসমী ইমলাক।
ডঃ মোমেন তার বক্তব্যে প্রবাসী ও শান্তিরক্ষীদের অবদানের উল্লেখ করেন। তিনি বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে প্রবাসীদের অবদান রাখার আহ্বান জানান।
ডঃ মশিউর রহমান বলেন, প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স দেশের অর্থনীতিকে সতেজ রেখেছে। তিনি বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান আজ স্বীকৃত।
সেকিল চৌধুরী তার বক্তব্যে বলেন, দেশে-বিদেশে রাজনৈতিক ভিন্নতা থাকলেও সকলকে নিয়েই এগিয়ে যেতে হবে। তিনি বলেন, দেশের মর্যাদা ও সাধারণ মানুষের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
কনফারেন্সে বক্তারা দেশে-দেশে ও মানুষে-মানুষে সম্পর্ক জোরদার করা ও অর্থনৈতিক কর্মকান্ড সম্প্রসারণের উপর জোর দেন।
অনুষ্ঠানে জাতিসংঘের বিভিন্ন বিভাগ ও সংস্থার কমর্কতা ও নানা শ্রেণি পেশার প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।