সিলেটে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের পদযাত্রা
সরকার গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করে না ——-এডভোকেট জয়নুল আবেদীন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ৫:০০:০৮ অপরাহ্ন
দেশের প্রখ্যাত আইনজীবী, ইউনাইটেড ল’য়ার্স ফ্রন্টের আহ্বায়ক এডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ‘বর্তমান সরকার গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করে না। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে।’
গতকাল মঙ্গলবার ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট, সিলেট বিভাগের আইনজীবীদের পদযাত্রা শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে জেল থেকে মুক্তি পেয়েছেন। সরকার মানবিক হলে যে কোন মুহূর্তে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পারে, কিন্তু সরকার মানবিকতায় বিশ্বাস করে না এজন্য তাকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে। বেগম খালেদা জিয়া আজ সংকটাপন্ন সময় পার করছেন, তার কিছু হলে সরকারকে সকল দায় দায়িত্ব বহন করতে হবে।
শেখ হাসিনাসহ সরকারের পদত্যাগ, স্বঘোষিত “শপথবদ্ধ রাজনীতিবিদ” বিচারপতিদের পদত্যাগ, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেট জেলা আইনজীবী সমিতির চত্বর থেকে আইনজীবীদের পদযাত্রা শুরু হয়। সাবেক পিপি এডভোকেট আব্দুল গফফারের সভাপতিত্বে ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইউএলএফ এর কো-কনভ্যেনার এডভোকেট সুব্রত চৌধুরী, প্রধান সমন্বয়ক ব্যারিস্টার কায়সার কামাল, ইউএলএফ এর সিনিয়র আইনজীবী এডভোকেট
মহসিন রশীদ, ইউএলএফ ও গণফোরাম নেতা এডভোকেট জগলুল হায়দার আফ্রিক, এডভোকেট ইউসুফ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট আমিনুল ইসলাম, ইউএলএফ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার কামরুজ্জামান সেলিম, সিনিয়র আইনজীবী এডভোকেট আশিক উদ্দিন আসুক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, ইসলামিক ল’ইয়াস কাউন্সিল সিলেটের সভাপতি এডভোকেট আলীম উদ্দিন, মৌলভীবাজার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট মামুনুর রশীদ, সেক্রেটারি এডভোকেট বকশী জুবায়ের আহমদ, হবিগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোদ্দত আলী, সেক্রেটারি এডভোকেট আবুল ফজল, সুনামগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট মাসুক আলী, সেক্রেটারি এডভোকেট আব্দুল হক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আয়েশা আক্তার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের এডভোকেট ফজলুল হক সেলিম, এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট মহসিন আহমদ, এডভোকেট মো. এজাজ উদ্দিন, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারি রিপন, এডভোকেট খালেদ জুবায়ের, এডভোকেট সাইদ আহমদ, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট আহমদ ওবায়দুর রহমান ফাহমী, এডভোকেট তানভীর আখতার খান, এডভোকেট মো. আব্দুল মুকিত অপি, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট জয়শ্রী দেব বাবলু, এডভোকেট সাজেদুল ইসলাম সজীব, এডভোকেট মোস্তাক আহমদ, এডভোকেট সৈয়দ ফজলে এলাহী অভি, এডভোকেট আব্দুল মুকিত, এডভোকেট আলী হায়দার ফারুক, এডভোকেট সফিকুল ইসলাম সবুজ, এডভোকেট ই¯্রাফিল আলী, এডভোকেট হেদায়েত হোসেন তানভীর, এডভোকেট মিজানুর রহমান, এডভোকেট রব নেওয়াজ, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, এডভোকেট মোবারক হোসেন রনি, এডভোকেট ইয়াসির আরাফাত, এডভোকেট মামুন আহমদ রিপন, ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিল নেতা এডভোকেট আব্দুর রব, এডভোকেট আজিম উদ্দিন, এডভোকেট আব্দুল খালিক, এডভোকেট দেলোয়ার হোসেন শামীম, এডভোকেট জামিল আহমদ রাজু প্রমুখ।-বিজ্ঞপ্তি