হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকার্যক্রমের উদ্বোধন
সংবিধান অনুযায়ী নির্বাচন হবে ভিসানীতি কোনো প্রভাব ফেলবে না: শিক্ষামন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ৫:২৬:৫৪ অপরাহ্ন
হবিগঞ্জ জেলা প্রতিনিধি : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভিসানীতি কোনো প্রভাব ফেলবে না।
গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকার্যক্রম ও স্মার্ট অ্যাপের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে যোগদানের আগে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। আমাদের একটি স্বাধীন নির্বাচন কমিশন আছে। দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান হবে। কোনো দেশ ভিসানীতি চালু করলো কি না করলো তাতে আমাদের নির্বাচনের ওপর কোনো প্রভাব পড়বে না।
তিনি আরো বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামী বছরের গোড়াতেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি সরকার আশা করছে সুষ্ঠু রাজনীতি চর্চার স্বার্থে অন্য রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ গ্রহণ করবে।
হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় কবে স্থায়ী ক্যাম্পাসে যাবে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখন সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) প্রণয়নের কাজ চলছে। এরপর পরিকল্পনা কমিশনের প্রক্রিয়া শেষে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) তোলা হবে। সেখানে অনুমোদনের পর এ দুটি প্রতিষ্ঠানের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের কাজ শুরু হবে।
মন্ত্রী হবিগঞ্জ সার্কিট হাউজ প্রাঙ্গণে সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলার সময় জেলা আওয়ামী লীগের সভাপতি, সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরসহ সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
পরে শিক্ষামন্ত্রী হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকার্যক্রম ও স্মার্ট অ্যাপের উদ্বোধন করেন। বিকেল সাড়ে ৩টায় সেখানে সুধী সমাবেশে বক্তব্য দেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আবদুল বাসেত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, অ্যাডভোকেট মো. আবদুল মজিদ খান ও গাজী মোহাম্মদ শাহনওয়াজ। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি এন্ড ব্লু ইকোনমি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অরুণ চন্দ্র বর্মন। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মো. আলমগীর চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। সঞ্চালনায় ছিলেন মৎস্য জীববিদ্যা ও জীববৈচিত্র্য বিভাগের সহকারী অধ্যাপক চয়নিকা পন্ডিত ও জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ইফতেখার আহমেদ ফাগুন।
বিকেলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার রেল জংশনে আওয়ামী লীগের জনসভায় যোগ দেন।
উল্লেখ্য, গত ১০ মে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুমে শ্রেণিকার্যক্রম শুরু হলেও গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিক উদ্বোধন হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমের।
এদিকে, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান ‘সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের কোন সুযোগ নেই। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে কে অংশ নেবে, কে নেবে না-সেটা তাদের ব্যাপার।’ শাায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি। দেশব্যাপী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকার মাঠে আয়োজিত জনসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি আরো বলেন, ‘আওয়ামী লীগ ভোটের দল। ভোটের মাধ্যমেই আবারো আওয়ামী লীগ সরকার গঠন করবে। বিএনপির কোন ষড়যন্ত্রই কাজে আসবে না।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি, শাহ নওয়াজ গাজী মিলাদ এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার।
স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ হয়েছে। তিনি বলেন, শায়েস্তাগঞ্জে একটি কলেজ ও দুইটি স্কুল সরকারিকরণের কাজ চলমান। খুব দ্রুত এ ৩টি প্রতিষ্ঠানকে সরকারিকরণ করা হবে।