বার্মিংহাম মিডল্যান্ডস বাংলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ২:০৪:৪৭ অপরাহ্ন
ইংল্যান্ডের বার্মিংহাম মিডল্যান্ডসে কর্মরত মূলধারার বাংলা প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার পেশাদার সংবাকর্মীদের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের কার্যকরী পরিষদ ২০২৩-২০২৫ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। পরিষদে মোহাম্মদ মারুফকে সভাপতি, সাহিদুর রহমান সুহেলকে সাধারণ সম্পাদক ও জিয়া তালুকদারকে ট্রেজারার হিসেবে নির্বাচিত করা হয়েছে।
গত সোমবার (২৫ সেপ্টেম্বর) সংগঠনের এক বৈঠকে গঠনতন্ত্রের ধারা ৪ (আই) অনুযায়ী কার্যকরী পরিষদের এ নির্বাচন সম্পন্ন হয়।
নবনির্বাচিত কার্যকরী পরিষদের অন্য সদস্যরা হলেন, সহসভাপতি সৈয়দ নাসির আহমদ, কায়ছারুল ইসলাম সুমন ও ফারছু চৌধুরী, সহসাধারণ সম্পাদক আশরাফুল ওয়াহিদ দুলাল, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি মোহাম্মদ আতিকুর রহমান, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি ওবায়দুল কবির খোকন, ইনফরমেশন এন্ড রিসার্চ সেক্রেটারি সোহেল আহমদ চৌধুরী, ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি বদরুল আলম, স্পোর্টস সেক্রেটারি সৈয়দ নাদির আহমদ, নির্বাহী সদস্য ওয়াসি উদ্দিন তালুকদার রায়হান, সাইফুর রাজা চৌধুরী পথিক, এম এ জলিল, বাহার উদ্দিন, এম মোস্তফা লিমন, নুরুল হক শিপু, আহমদ মুসলেহ, এবি চৌধুরী অপু ও ইকবাল আহমদ।-বিজ্ঞপ্তি