মতবিনিময় সভায় ড. কে. এম সাইফুল মজিদ
গ্রামীণ ব্যাংকও ডিজিটাল প্রযুক্তি সেবার বাইরে থাকবেনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ৪:২৭:১৮ অপরাহ্ন
গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ বলেছেন, গরীবের ব্যাংক বলা হলেও গ্রামীণ ব্যাংকও ডিজিটাল প্রযুক্তি সেবার বাইরে থাকবে না। শিগগির মাঠ পর্যায়ে ডিজিটাল ট্যাব দেয়া হবে। যাতে গ্রাহকদের ডিজিটাল সেবার আওতায় আনা যায়। এত ব্যাংকের ভিড়েও বিশ^স্থতা, আস্থা, সেবার মানই এই ব্যাংককে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের আরো এগিয়ে যেতে হবে।’ গতকাল শুক্রবার সিলেটে অনুষ্ঠিত গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কর্মী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। সিলেটের আঞ্চলিক ম্যানেজার মো: শহীদুল আলম চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় ড. একেএম সাইফুল মজিদ সিলেট অঞ্চলিক কার্যালয়ের ৪৯ লাখ ৮৫ হাজার বৃক্ষ রোপণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আগামিতে ১ কোটি বৃক্ষ রোপণের আহ্বান জানান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক মো: জসীম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো: মোসলেহ উদ্দীন, উপ ব্যবস্থাপনা পরিচালক মো: ছাইদুজ্জামান ভুইয়া, পরিচালনা বোর্ড সদস্য মানসী সাহা ও উপ ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ। গ্রামীণ ব্যাংকের টুকের বাজার শাখার হাবিবুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জোনাল অডিট অফিসার মোহাম্মদ মনির, এরিয়া ম্যানেজার মুহাম্মদ আব্দুল্লাহ আল খসরু, শাখা ব্যবস্থাপক বাবুল হোসেন ও গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির জোন সভাপতি মো: নাফিস। অনুষ্ঠানের শুরুতে কোরান তেলাওয়াত করেন সাইদুর রহমান, গীতা পাঠ করেন প্রদীপ চক্রবর্তী। সভার শুরুতে অতিথিদের উত্তরীয় ও ব্যাজ পরিয়ে দেয়া হয়।-বিজ্ঞপ্তি