সিলেটে জন্মদিন পালন অনুষ্ঠানে বক্তারা
দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ৪:৩১:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সারাদেশের ন্যায় সিলেটে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে। গত বৃহস্পতিবার আওয়ামীলীগ ও অঙ্গসহযোগি সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে দিবসটি পালিত হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল, কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক প্রতিযোগিতা, খাদ্য বিতরণ ইত্যাদি। এসময় কর্মসূচিতে বক্তারা বলেন, চার দশকের রাজনৈতিক জীবনে অনন্য মেধা ও দক্ষতা দিয়ে জাতির পিতার সুযোগ্য উত্তরসূরি হয়ে ওঠা শেখ হাসিনা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, রাষ্ট্র পরিচালনা ও দেশের উন্নয়নে অসামান্য দৃঢ়তা দেখিয়েছেন। স্বাধীন দেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধুর “সোনার বাংলা” গড়ার স্বপ্ন বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। কোন সংকটে পিছু হটতে দেখা যায়নি বরং অতন্দ্র প্রহরীর মতো দেশকে, দেশের মানুষকে সুরক্ষায় নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি। অসাধারণ নেতৃত্বের জন্য তিনি শুধু আজ বাংলাদেশের নেতা নন, তিনি হলেন বিশ্বনেতা। দেশের উন্নয়নের স্বার্থে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা’র জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।
জেলা আওয়ামীলীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে বাদ জোহর হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলের শুরুতেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান। মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, নিরাপদ ও কল্যাণময় জীবন কামনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা, মহান যুক্তিযুদ্ধ ও সকল গণতান্ত্রিক আন্দোলনে শাহাদাত বরণকারী সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, শাহিদুর রহমান শাহিন, মোঃ জাকির হোসেন, গোলাপ মিয়া, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা কৃষক লীগের সভাপতি শাহ মোহাম্মদ নিজাম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ প্রমুখ।
মহানগর আওয়ামী লীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে সিলেট মহানগর আওয়ামীলীগের উদ্যোগে গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টায় কীনব্রীজ সংলগ্ন সারদা হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেন এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সানাওর, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কার্যনির্বাহী সদস্য এডভোকেট মোহাম্মদ জাহিদ সারওয়ার সবুজ, সুদীপ দেব, সৈয়দ কামাল, তৌফিক বক্স লিপন, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সৈয়দ আনোয়ারুস সাদাত, তাজ আহমদ লিটন,আব্দুর রব হাজারী,জাহিদুল হোসেন মাসুদ, মুহিবুর রহমান সাবু, নজরুল ইসলাম নজু, শেখ সুরুজ আলম,বদরুল ইসলাম বদরু, মানিক মিয়া, এডভোকেট বিজয় কুমার দেব বুলু, আহমদ হান্নান, সাজোয়ান আহমদ, রুমেল আহমদ রুমিন, ইসমাইল মাহমুদ সুজন, ফজলে রাব্বি মাসুম, ফয়সাল আক্তার ছোবহানী, সেলিম আহমদ সেমিম, গুলজার আহমদ জগলু। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, জগদীশ চন্দ্র দাস, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজাহার উদ্দিন জাহাঙ্গীর, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছ, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, মহানগর আওয়ামী লীগের সদস্যবৃন্দ আব্দুল আহাদ চৌধুরী মিরন, মোঃ আব্দুল আজিম জুনেল, এমরুল হাসান, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জামাল আহমদ চৌধুরী, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, উপদেষ্টা আব্দুল মালিক সুজন, কানাই দত্ত। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিবৃন্দ মুফতি আব্দুল খাবির, আব্দুল হামিদ, সালউদ্দিন বক্স সালাই, আক্তার হোসেন, আব্দুস ছামাদ শাহেদ, মোঃ ছয়েফ খাঁন, আনোয়ার হোসেন আনার ও সাধারণ সম্পাদকবৃন্দ সোয়েব বাসিত, এম.এ খান শাহীন, মোঃ জায়েদ আহমেদ খাঁন সায়েক, ফখরুল ইসলাম আলকাছ, মইনুল ইসলাম মঈন, জাবেদ আহমদ, বদরুল ইসলাম সহ ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা এনাম উদ্দিন ও পবিত্র গীতা পাঠ করেন মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি।
ঘাতক দালাল নির্মুল কমিটি : গত বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি এবং বঙ্গবন্ধু আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ সিলেট জেলার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট জেলা শাখার সহ সভাপতি ভিপি শামীম আহমদ। দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নৃশংস হত্যাকা-ের শিকার বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহ সভাপতি সামছুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা যুবলীগের সহ সভাপতি, বঙ্গবন্ধু আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সিলেট জেলা সভাপতি মনোজ কপালী মিন্টুর পরিচালনায় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহ সভাপতি সুজিত চৌধুরী, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির যুগ্ম সম্পাদক সার্জেন্ট আবুল হোসেন, মহানগর শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মো. জাহিদ সারোয়ার সবুজ, মহানগরের শ্রম বিষয়ক সম্পাদক মো. তজমুল হোসেন, মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক সাঈদ ইকবাল, বঙ্গবন্ধু আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ সিলেট জেলার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার সদস্য সচিব মো. মোয়াজ্জেম হোসেন বিশ্বাস পারভেজ, বঙ্গবন্ধু আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ সিলেট জেলার যুগ্ম সম্পাদক জাকারিয়া চৌধুরী জাকি, বঙ্গবন্ধু আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ সিলেট জেলা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার সহ সভাপতি সেলিম আহমদ প্রমুখ।
ছাতক : ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, ছাতকে শুক্রবার বিকেলে পৌরসভায় স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালের পাদদেশে উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়। দলের পক্ষে জন্ম দিনের কেক আনুষ্ঠানিকভাবে কেটে শেখ হাসিনার জন্ম উৎসব উদযাপন করেন প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য, শামীম আহমদ চৌধুরী। এসময় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, জেলা আওয়ামীলীগের সদস্য আজমল হোসেন সজল, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাহাব উদ্দিন সাহেল, আওয়ামীলীগ নেতা রেজা মিয়া তালুকদার, এবাদুর রহমান এমাদ, আফিক আলী, প্রণয় কুমার আচার্য মুন্না, কবির আহমদ, আব্দুল মমিন, সামছুল হক মেম্বার, নুর হোসেন, নিজাম উদ্দিন, লায়েক মিয়া তালুকদার, রানা মালাকার, সুবীর নাগ ভাস্কর, লায়লু মিয়া, চম্পু দত্ত, জলাল মিয়া, মিটন লাল রায়, সোনা মিয়া, গনেশ পোদ্দার, সিলেট মহানগর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সজিব মালাকার, শ্রমিকলীগ নেতা আব্দুর রহমান, যুবলীগ নেতা আব্দুল কাদির তালুকদার, রাজন দাস, রানা মিয়া, সুইট দাস, শাহ আলম বাছিত, রুমেন মিয়া, শামীম মিয়া, সৌরভ দাস, সায়েদ আহমদ বাবলু, মাছুম মিয়া, পাবেল আহমদ, জুবায়ের আহমদ, রাসেল আলম, স্বেচ্ছাসেবকলীগ নেতা, মামুন মিয়া, জামায়েল আহমদ ফরহাদ, মুজাহিদুল ইসলাম, সুহেল আহমদ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আতাউল সানি, সহ সম্পাদক তোফায়েল হোসেন, তাসরিফ হোসেন, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রুবেল তালুকদার জনি, ছাত্রলীগ নেতা আলী হোসেন, রফিকুল ইসলাম রুয়েল, জাকির হোসেনসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
জাতীয় মহিলা সংস্থা : জাতীয় মহিলা সংস্থা সিলেটের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় জাতীয় মহিলা সংস্থা সিলেটের উপশহরস্থ কার্যালয়ে এই সভা ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন তেররতন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রায়হান উদ্দিন। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা সিলেটের সদস্য কামরুন্নাহার বেগম, জহুরা আক্তার খানম, জেলা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, তৃণমূল প্রশিক্ষণ কর্মকর্তা শাহ মো. আলী আকবর, সেলাই প্রশিক্ষক সুফিয়া বেগম, অফিস সহকারি এনাম আহমদ প্রমুখ। দোয়া মাহফিল শেষে কেক কাটেন শিশু মাছুমা চৌধুরীসহ অন্যরা।
২৭ নং ওয়ার্ড : ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বাদ আছর বিভাগীয় সদরদপ্তর মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আজম খান, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ছয়েফ খান, সাধারণ সম্পাদক গুলজার আহমেদ জগলু, আব্দুল জলিল ময়না, মুহিবুর রহমান শাহাজাহান, জুয়েল আহমেদ, বিলাল আহমেদ, মোস্তাক খান, আলমগীর আলম, ফয়সাল মাহমুদ মগনী, জয়নাল আহমেদ ঝানু, আলী আহমেদ বাবু ধন, গিয়াস মিয়া, লক্ষ্মণ কর, এম শাহিন আহমেদ, আব্দুর রহিম, তারেক আহমেদ, সোহাগ আহমেদ, সায়মন আহমেদ প্রমুখ।
দাউদপুর : আমাদের দক্ষিণ সুরমা প্রতিনিধি জানান, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ’র উদ্যোগে দক্ষিণ সুরমার দাউদপুরে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন উদযাপন করা হয়। শুক্রবার দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের চৌধুরী বাজারে কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় শ্যমিক লীগের সভাপতি ও ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের চীফ এডমিন কিবরিয়া আহমদ অপুর সভাপতিত্বে কেক কাটা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ফয়জুর রহমান, ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদ সিলেট জেলা শাখার সদস্য ফজির আলী মেম্বার, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান। দাউদপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি জামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাউদপুর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক ছয়ফুল মিয়া, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমাছ উদ্দিন, সাধারণ সম্পাদক সাহিন আলী, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্তার আহমদ, সাধারণ সম্পাদক রহিম আলী প্রমুখ।
দক্ষিণ সুরমা আ’লীগ : দক্ষিণ সুরমা প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় চন্ডিপুলস্থ সভাপতির কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদের পরিচালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুর রহমান শাহিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন উদ্দিন খান, সদস্য আব্দুল মতিন, আব্দুল আহাদ ইসলাম, কালাম আহমদ, নজরুল ইসলাম, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আলী, আওয়ামী লীগ নেতা ছালিক মিয়া, জেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বদরুল আলম তুহিন, যুবলীগ নেতা বেলায়েত আহমদ, কয়েস আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এম জাবেদ আহমদ, উপজেলা তাঁতি লীগের সভাপতি রুহুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল আহাদ সুমন, যুবলীগ নেতা নিজামুর রহমান, শেখ মারুফ আহমদ, ছাত্রলীগ নেতা ইমন আহমদ প্রমুখ।
প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম।
শান্তিগঞ্জ আ’লীগ : শান্তিগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা জানান, শান্তিগঞ্জে স্মরণকালের সর্ববৃহৎ আনন্দ র্যালী, কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালন করেছে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। গতকাল শুক্রবার জন্মদিন শান্তিগঞ্জের হ্যাচারী থেকে শুরু হয়ে একটি র্যালী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কেক কাটায় মিলিত হয়। এর আগে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বহর নিয়ে নেতাকর্মীরা শান্তিগঞ্জে জড়ো হন। র্যালী পরবর্তী কেক কাটা অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতুর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংগঠনিক সম্পাদক প্রভাষক নূর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, স্বাগত বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আসাদুর রহমান আসাদ, জয়কলস ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বাছিত সুজন, তেরাব আলী, মাওলানা আব্দুল কাইয়ুম, জ্যোতিভূষন তালুকদার ঝন্টু, শাহিনুর রহমান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির, গোলাম মুস্তফা, পাথারিয়া ইউপি চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সৈয়দুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মো: সহিদ মিয়া, দপ্তর সম্পাদক সেলিম রেজা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুক পারভেজ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়জুল করিম, কোষাধ্যক্ষ রুকনুজ্জামান রুকন, উপ-দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, সদস্য পাভেল আহমদ, জয়ন্ত ব্যানার্জি, জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান রফিক খান, পশ্চিম পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল হক, চেয়ারম্যান মনির উদ্দিন, উপজেলা কৃষকলীগের আহবায়ক ফয়েজুর রহমান যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মইনুল, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জুবেল আহমদ, পাথারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর আলম, দরগাপাশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আবু খালেদ চৌধুরী রুবেল, ছাত্রলীগের সাবেক আহবায়ক মনসুর আলম সুজন, সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদ, সহ-সভাপতি দিলন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল দাস, তুফায়েল আহমদ প্রমুখ। পরে শেখ হাসিনার দীর্ঘ হায়াত ও দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
শাল্লা আ’লীগ : শাল্লা থেকে নিজস্ব সংবাদদাতা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে গতকাল শুক্রবার দুপুর ১২ টায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস ছাত্তার মিয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নওশের মনিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কৃষক লীগের সাবেক সভাপতি কাজল বরণ চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রান্টু লাল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক, দপ্তর সম্পাদক অরিন্দম চৌধুরী সাগর, ক্রীড়া সম্পাদক লুৎফর রহমান, যুবলীগের নেতা তকবীর হোসেন, অরিন্দম চৌধুরী অপু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মিহির কান্তি রায়, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মিঠু চন্দ্র বিশ্বাস, ছাত্রলীগ নেতা শ্রীবাস দাস প্রমুখ।
সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদ আাত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন ও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কেটে মহান সৃষ্টিকর্তার নিকট প্রধানমন্ত্রীর সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করা হয়।