মাধবপুরে বজ্রপাতে নিহত ২ ॥ একজন গুরুতর আহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ৫:৩৮:১৫ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: মাধবপুরে দাওয়াত খেয়ে ফেরার পথে বজ্রপাতে শান্তা ও সাদিয়া নামে দুই জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত শারমীন আক্তারকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫ টায় উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর সড়ক বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, ছাতিয়াইন ১নং ওয়ার্ড দক্ষিণ গ্রামের রহমত আলীর স্ত্রী শারমীন আক্তার (৩৫), তার পুত্রবধূ শান্তা আক্তার (২২) ও নাতনী সাদিয়া আক্তারকে (১২) নিয়ে শিমুলঘর গ্রামের ছেনু মিয়ার বাড়ীতে বেড়াতে যান। সেখান থেকে নিজ বাড়ীতে ফেরার পথে শিমুলঘর সড়ক বাজারে পৌঁছামাত্র তাদের উপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে সুহেল মিয়ার স্ত্রী শান্তা এবং রুবেল মিয়ার কন্যা শিশু সাদিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত বৃদ্ধ রহমত আলীর স্ত্রী শারমীন আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার মোঃ রকিবুল ইসলাম বজ্রপাতে দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মুনজুর আহ্সান মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবারকে সরকারী তহবিল থেকে সহায়তা প্রদানের আশ্বাস দেন।