যাদুকাটায় নৌকা ডুবে পাথর শ্রমিকের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ৫:৪০:৫৬ অপরাহ্ন
তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: তাহিরপুরে যাদুকাটা নদীতে বারকি নৌকা ডুবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে ভারতের মেঘালয় থেকে পাথর বোঝাই করে ফেরার পথে বারেক টিলা খেয়াঘাট এলাকার উত্তরে বারকি নৌকা ডুবে কাছম আলী (৫৫) মারা যান। নিহত শ্রমিক উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম গুচ্ছ গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় পুলিশ লাশের সুরতহাল ও সকল আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে।