ছাতকে কমিউনিটির জন্য রেইন ওয়াটার হারভেস্টিং চালু করেছে লাফার্জ-হোলসিম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ৫:৪২:০৫ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতকে লাফার্জ- হোলসিমের পাশে বসবাসকারী মানুষের জন্য নিরাপদ খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে ‘রেইন ওয়াটার হারভেস্টিং’ প্রকল্পের উদ্বোধন করেছে দেশের শীর্ষস্থানীয় বিল্ডিং ম্যাটেরিয়াল সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেড।
ছাতকে প্ল্যান্ট সংলগ্ন মানুষের জন্য নিরাপদ খাবার পানির সহজলভ্যতা সব সময়ই কঠিন ছিল। বাড়ির পাশের পুকুর এবং অন্যান্য উৎস থেকে এই এলাকার মানুষজন খাবার পানি সংগ্রহ করে থাকেন। যা খাবারের জন্য নিরাপদ নয় এবং পানিবাহিত রোগের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল চৌধুরী এ প্রকল্পের উদ্বোধন করেন। উদ্বোধনের সময় কোম্পানির চীফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আসিফ ভূইয়া, ইন্ডাস্ট্রিয়াল ডিরেক্টর, হিউম্যান রিসোর্স ডিরেক্টর, প্রকল্পের সুবিধাভোগীবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ে প্ল্যান্ট সংলগ্ন ১০টি বাড়িতে রেইন ওয়াটার হারভেস্টিং সুবিধা প্রদান করা হয়েছে। যেখান থেকে আশ-পাশের ৫০টি পরিবারের মানুষ সারা বছর নিরাপদ খাবার পানি সংগ্রহ করতে পারছেন।
ছাতকে বছরের প্রায় ৬-৭ মাস বৃষ্টি হয়, তাই এটা খাবার পানির ভালো উৎস। ট্যাংকির অভ্যন্তরে রয়েছে ওয়াটার ফিল্টারিং সিস্টেম। ফলে এই পানি পান করা সম্পূর্ণ নিরাপদ। সারা বছর এই ট্যাংকিগুলোতে ২৬০,০০০ লিটার পানি সংরক্ষণ করা যাবে।
প্রকল্প উদ্বোধনের সময় লাফার্জ-হোলসিমের সি ই ও ইকবাল চৌধুরী বলেন, এলাকার মানুষের নিরাপাদ খাবার পানি সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রকল্প।