জকিগঞ্জে মাছের ঘের থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ৫:৪৩:০৪ অপরাহ্ন
জকিগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : জকিগঞ্জে মাছের ঘের থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা রাতে পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির (২৮) লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, সন্ধ্যার দিকে একজন পথচারী ৯৯৯ কল দিয়ে খবর দেন জকিগঞ্জ-আটগ্রাম সড়কের রতনগঞ্জ এলাকায় সড়কের পাশের মাছে ঘেরে একটি লাশ ভেসে উঠেছে। খবর পেয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদের নেতৃত্বে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরনে রশি দিয়ে বাঁধা প্যান্ট, গায়ে নীল রঙের শার্ট। পুলিশ বলছে, লাশের শরীরের কাপড় দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি মানসিক রোগী হতে পারেন। শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। লাশ দেখে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে তিনি মানসিক রোগী হতে পারেন। ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হবে। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।