তাহিরপুরে প্রেমিকাকে নির্যাতনের ঘটনায় ৫ জন গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ৫:৪৪:৫৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : তাহিরপুরের পর্যটনস্পর্ট বারেকটিলায় নিয়ে প্রেমিকাকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় পৃথক অভিযান চালিয়ে বান্ধবীসহ আরো চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ৫ জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-জেলার বিশ^ম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ডলুরা গ্রামের মৃত আক্কাছ আলীর মেয়ে ও ধর্ষিতার বান্ধবী আঁখি আক্তার প্রিয়া (২০), তার বড়ভাই ধর্ষিতার প্রেমিক হৃদয় আহমেদ (২৩), তার সহযোগী একই গ্রামের রমজান আলীর ছেলে আব্দুল আজিজ (২৪) ও একই ইউনিয়নের পাশের মথুলকান্দি গ্রামের একলাস মিয়ার ছেলে শামওয়েল আহমদ (২০)। এর আগে পুলিশ অভিযুক্ত শামীম আহমদ (২৬) কে গ্রেফতার করে। এ নিয়ে এ ঘটনায় ৬জনকে গ্রেফতার করা হয়েছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন এবং বিশ^ম্ভরপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, গত বৃহস্পতিবার মধ্যরাতে বিশ^ম্ভরপুর ও তাহিরপুর থানা পুলিশ পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- ধর্ষণের শিকার কিশোরীর বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে। পড়ালেখা ও চলাফেরার কারণে পাশের বিশ^ম্ভরপুর উপজেলার বান্ধবী আঁখি আক্তার প্রিয়ার বাড়িতে আসা যাওয়া করতো। তারই সূত্র ধরে বান্ধবীর বড়ভাই হৃদয় আহমদের সাথে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২৫ সেপ্টেম্বর বিকেলে ওই কিশোরী বান্ধবী আঁখির বাড়িতে বেড়াতে গেলে প্রেমিক হৃদয় আহমেদ বেড়ানোর কথা বলে পাশের তাহিরপুর উপজেলার সীমান্ত ঘেঁষা পর্যটনস্পর্ট বারেকটিলায় নিয়ে যায়। এরপর সন্ধ্যায় ওই পর্যটন স্পর্টের নির্জন জায়গায় নিয়ে প্রেমিকাকে, প্রেমিক হৃদয় আহমেদ ও তার বন্ধুরা পালাক্রমে ধর্ষণ করে। তারপর রাত ১১টার দিকে ধর্ষিতা প্রেমিকাকে মোটর সাইকেল যোগে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা সেতু সংলগ্ন রাধানগর এলাকায় নিয়ে ফেলে রেখে যায় প্রেমিক ও তার বন্ধুরা। এ ঘটনার পর ধর্ষিতার চিৎকার শুনে স্থানীয়রা আসেন এবং থানায় খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।