বিরতি ফিলিং স্টেশনে অগ্নিকান্ড মৃতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ৫:৪৭:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর মিরাবাজারস্থ বিরতি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকান্ডে লাশের মিছিল বাড়ছেই। দগ্ধ ৯ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৬ জনে দাঁড়িয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিনহাজ উদ্দিন আকন্দ (২৫)। তিনি নগরীর চৌহাট্টা এলাকার আলাউদ্দিন আকন্দের ছেলে। তিনি বিরতি ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন। গত বৃহস্পতিবার বাদ জোহর দরগাহ মাজার প্রাঙ্গনে জানাজা শেষে দরগাহ কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। নিহতের পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেট নগরীর পূর্ব মিরাবাজার বিরতি সিএনজি ফিলিং স্টেশনের জেনারেটর কক্ষে বিস্ফোরণে ঘটে। এতে ৯ জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ম্যানেজারসহ ৭ জন সিএনজি ফিলিং স্টেশনে কাজ করতেন এবং বাকি দুই জন পথচারী ছিলেন। তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ৬ সেপ্টেম্বর দগ্ধ ৯ জনকে ঢাকায় শেখ হাসিনা বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়। ঢাকায় পাঠানোদের মধ্যে বেশিরভাগের শরীর ১৫-৪০ ভাগ পর্যন্ত পুড়ে গিয়েছিল বলে জানিয়েছিলেন হাসপাতালের চিকিৎসকরা।
এ ঘটনার পরদিন পুলিশ বাদী হয়ে কতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করে। তবে বিস্ফোরণ ও অগ্নিকান্ডের পর এখন পর্যন্ত ৬ জন মারা গেলেও মামলা দায়ের করা হয়নি বলে ভুক্তভোগিরা অভিযোগ করেন।