দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৩, ৪:১১:০৩ অপরাহ্ন
‘রুখো আমেরিকা, রুখো বিএনপি-জামায়াত’ শ্লোগানকে সামনে রেখে চাল ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেল ৪ টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ওসমানী শিশু পার্কের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পার্টির কেন্দ্রীয় সম্পাদক পরিষদের সদস্য ও জেলা সভাপতি কমরেড সিকান্দর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্টির সম্পাদকম-লীর সদস্য কমরেড হিমাংশু মিত্র, মোহিতোশ চৌধুরী প্রসাদ, আব্দুল্লাহ খোকন, আলমগীর হোসেন রুমেল, মাসুদ রানা চৌধুরী, মিলন উরাং, ইব্রাহিম আলী, ছাত্র মৈত্রী সিলেট জেলা সাধারণ সম্পাদক বিজয় করিম, আকলিমা আক্তার, রুহুল আমীন প্রমুখ। বিজ্ঞপ্তি