কেমুসাসের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ৭ অক্টোবর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৩, ৬:৫০:১৩ অপরাহ্ন
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সিরাত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী আগামী ৭ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬টায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার প্রতিযোগিতায় ১০টি গ্রুপে সিলেটের বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদরাসার দুইশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কবি বাছিত ইবনে হাবীব, কবি নাজমুল আনসারী, শিল্পী শামসুল ইসলাম খান, জুবায়ের আহমদ তিতু, হেলাল আহমদ, সুজাউল কবির শামীম, কারী মোশাহিদ আহমদ, আবুল হাসান বেলাল, মাযহারুল ইসলাম জয়নাল, মাওলানা মাসুদ আহমদ, ক্যালিগ্রাফিস্ট আব্দুল মুহিত ও আবুল হাসান।-বিজ্ঞপ্তি