মহানগর গোয়েন্দা পুলিশের অভিযান
পাঁচ লক্ষ টাকার ভারতীয় পণ্যসহ ৪ জন আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৩, ৬:৫২:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবির) অভিযানে পাঁচ লক্ষ টাকা সমমূল্যের ভারতীয় পণ্যসহ ৪ জন আটক হয়েছে। এসময় এসব পণ্য পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। গতকাল রোববার সকাল ৬ টার দিকে শহরতলীর পীরের বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, গতকাল সকালে সিলেট তামাবিল রোডের পীরের বাজার এলাকায় অভিযান চালায় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় একটি মাইক্রোবাসে করে ভারতীয় পণ্য পরিবহনের সময় সাদ্দাম হোসেন (২৯), মনোয়ার হোসেন (২১), কামরুল হাসান (৩৩) ও মো. আনোয়ার হোসেন (৩৪) নামের চারজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ৫ লক্ষ ৮ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করা হয়েছে।