সারদা স্মৃতি ভবনের দ্বার উন্মোচন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৩, ৬:৫৭:৪৮ অপরাহ্ন
সংস্কৃতি সমাজকে আলোকিত করে ॥ মেয়র আরিফুল হক চৌধুরী
ডাক ডেস্ক : দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেটের ঐতিহ্যবাহী সারদা স্মৃতি ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে।
গতকাল রোববার বিকেলে সিলেট নগরের বিশিষ্টজনদের সাথে নিয়ে ফিতা কেটে পুন:ঃসংস্কারকৃত সারদা হলের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বাচিক শিল্পী নাজমা পারভিনের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন-সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সংস্কৃতি সমাজকে আলোকিত করে, সমাজের অন্ধকার দূর করে আলোর পথে নিয়ে যেতে সাংস্কৃতিক আন্দোলনের অবদান অপরিসীম।
সিসিক মেয়র বলেন, কোনো বাধাই সাংস্কৃতিক অগ্রযাত্রা রুখতে পারবে না। মেয়র সারদাহলে মহড়ারত নাট্য ও সংস্কৃতি কর্মীদের উপর হামলার নিন্দা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সদরউদ্দিন আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ব্যারিষ্টার মো.আরশ আলী, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন, বিশিষ্ট শিক্ষাবিদ ড.আবুল ফতেহ ফাত্তাহ্, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজনীন হোসেন, বিশিষ্ট আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, সিনিয়র সাংবাদিক আল আজাদ, সিসিক কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, কাউন্সিলর মো. আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর রেজাউল হাসান লোদী, কাউন্সিলর রেজওয়ান আহমদ, কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, কাউন্সিলর বিক্রম কর সম্রাট, নবনির্বাচিত কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ সেফুল, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিমা ইয়াসমিন সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন আবৃত্তি, নৃত্য ও সংগীত শিল্পীরা।