ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
‘ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি’ বিভাগের কার্যক্রম চালু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৩, ৭:১৫:২৪ অপরাহ্ন
ডা: এস.এম. আসাদুজ্জামান জুয়েল :
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো ‘ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি’ বিভাগ চালু হয়েছে। হাসপাতালের ২৬ ও ২৭ নম্বর বিশেষায়িত ওয়ার্ডে চলবে এ চিকিৎসা।
এ উপলক্ষে গতকাল রোববার সকাল ১১ টায় ওসমানী মেডিকেল কলেজের ডেন্টাল বিভাগে নতুন ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মো: মাহবুবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন-ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: শিশির রঞ্জন চক্রবর্তী।
প্রধান অতিথি বলেন, কেবল রাজধানী ঢাকা নয়, সিলেটের মতো বিভাগীয় শহরেও বিশ্বমানের প্রযুক্তিতে দাঁতের চিকিৎসা হচ্ছে। ওসমানী হাসপাতালে দাঁতের বিশেষায়িত এ ইউনিট চালু হওয়ায় রোগীরা এখান থেকে স্বল্প ব্যয়ে সরকারি চিকিৎসা সুবিধা নিতে পারবেন। এজন্য তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মো: মাহবুবুর রহমান ভূঁইয়ার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল ডা: মো: মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, দাঁতের অত্যাধুনিক চিকিৎসা নিশ্চিতে প্রথমবারের মত এই ইউনিটের কার্যক্রম চালু হলো। এতে করে রোগীদের মুখের ও চোয়ালের টিউমার, ক্যান্সার সহ দুর্ঘটনাজনিত কারণে দাঁত ও এর সংলগ্ন এলাকা যেমন- চোয়াল, থুত্নি, মাড়ি, ম্যাক্সিলা, ম্যান্ডিব্ল্ ইত্যাদি অংশের শল্য চিকিৎসা দেয়া সম্ভব হবে। সিলেটের দন্ত চিকিৎসায় এটি মাইলফলক হয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন।
সংশ্লিষ্টরা জানান, ওসমানী মেডিকেলে প্রতিমাসে প্রায় দেড় শতাধিক রোগীকে এরূপ চিকিৎসা দেয়া হলেও পৃথক কোনো ইউনিট ছিল না। কিন্ত, রোববার নতুন এ দুটি ওয়ার্ড বরাদ্দ পাওয়ায় চিকিৎসা প্রদান সহজ হবে।
অনুষ্ঠানের কো-অর্ডিনেটর ছিলেন-বিশিষ্ট দন্ত শল্য চিকিৎসক ম্যাক্সিলোফেসিয়াল সার্জন সহযোগী অধ্যাপক ডা: মো: শামসুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট দন্ত চিকিৎসক সহকারী অধ্যাপক ডা: মো: শাহজাহান আলী। অনুষ্ঠানে ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী ও কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।