চা-শ্রমিকদের মধ্যে স্বপ্ন ফাউন্ডেশনের মুষ্টির চাল বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৩, ২:৩২:৪১ অপরাহ্ন
দেশি ও প্রবাসীদের সমন্বয়ে গঠিত সেবাসংস্থা স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটে চা-শ্রমিকদের পরিবারে মুষ্টির চাল বিতরণ করা হয়েছে। গত শুক্রবার বিকেলে সিলেটের মালনীছড়া চা-বাগানের সাব ডিভিশন হিলুয়াছড়া চা বাগানের মুসলিম পাড়ায় ‘এক মুঠো ভালোবাসা’ শিরোনামে ২০টি চা-শ্রমিক পরিবারের মধ্যে ১০০ কেজি মুষ্টির চাল বিতরণ করা হয়। মুষ্টির চালের পাশাপাশি প্রতিটি পরিবারের জন্য ছিল ২ কেজি আলু, ২ কেজি মশুর ডাল, ২ কেজি পেঁয়াজ ও ১ লিটার সয়াবিন তেল।
এ সময় স্বপ্ন ফাউন্ডেশনের বাংলাদেশের দায়িত্বশীল হাফিজ মাওলানা জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য রাফাত হুমায়ূন চৌধুরী, রুকন খান, উবায়দুল ও রেজাউল হক ও হিলিয়াছড়া এলাকার মুরব্বিরা।
ফাউন্ডেশনের পক্ষে রেজাউল হক উপস্থিতির সামনে ‘এক মুঠো ভালোবাসা’ প্রজেক্টের বিস্তারিত তুলে ধরে বলেন, স্বপ্ন ফাউন্ডেশন দুই মাস থেকে অন্যান্য কার্যক্রমের পাশাপাশি শহরের বিভিন্ন বাসা থেকে মুষ্টির চাল উত্তোলন করে সেটা অভাবীদের মধ্যে বিতরণ শুরু করেছে। এটি ছিল সংস্থার দ্বিতীয় বিতরণ কার্যক্রম।-বিজ্ঞপ্তি