দক্ষিণ সুরমায় পিকআপ থেকে ছিটকে পড়ে শ্রমিকের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৩, ১২:৫৬:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমায় পানবাহী পিকআপ থেকে ছিটকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে কাজিরবাজার সেতুর দক্ষিণ প্রান্তে এই দুর্ঘটনা ঘটে। কদমতলি থেকে পান বোঝাই করে একটি পিকআপ কাজিরবাজারে আসার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো: সবুজ মিয়া (৩৫) সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকার জায়ফরপুর গ্রামের ওসমান মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. শামসুদ্দোহা (পিপিএম)। তিনি জানান, এ ব্যাপারে কোন অভিযোগ দায়ের করা হয়নি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
থানা সূত্রে জানা যায়, নিহত সবুজ সেই পিকআপে পান ভর্তি ও নামিয়ে দেওয়ার চুক্তিতে কাজ করতেন। কদমতলি থেকে পান বোঝাই করে একটি পিকআপ (সিলেট মেট্রো ন-১১-১৮৪৫) কাজিরবাজারে আসছিলো। পিকআপটি কাজিরবাজার সেতুর দক্ষিণ প্রান্তে আসামাত্র সড়কের উপর থাকা ক্রসিং বারে লেগে পিকআপ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন সবুজ। পিকআপের চালক ও পথচারীরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।