বদিকোণায় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৩, ৪:০৫:১৯ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমার বদিকোণা এলাকার শুভেচ্ছা কমিউনিটি সেন্টারের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১১ বছর বয়সী ওয়াহাব নামে শিশুটি বাবা-মায়ের সাথে কমিউনিটি সেন্টারের ওপরের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তার বাবা-মা নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। চতুর্থ শ্রেণিতে পড়–য়া শিশুটি গতকাল সোমবার রাত ৮টার দিকে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. শামসুদ্দোহা (পিপিএম) বিষয়টি নিশ্চিত করেছেন। রাত দশটায় এ রিপোর্ট লেখার সময় শিশুটির লাশ নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে রাখা ছিল।