বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পেলেন সিলেটের আতাউল করিম সেলিম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৩, ৩:৩৪:১৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : বাংলাদেশে বেসরকারীখাতে শিল্পস্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দেশের ১২টি শিল্প প্রতিষ্ঠানকে শিল্পমন্ত্রণালয় থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পপুরস্কার ২০২২’ প্রদান করা হয়েছে।
যে বারো প্রতিষ্ঠানের মধ্যে এই পুরস্কার প্রদান করা হয়েছে- তার মধ্যে মাইক্রো শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ঢাকার আশুলিয়ার বেলমা এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সিলেটের বিশিষ্ট শিল্প উদ্যোক্তা এ কে এম আতাউল করিম মার্চেন্ট।
গতকাল মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন এ কে এম আতাউল করিম।
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি ও এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলম।
গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং লিমিটেড ছাড়াও পুরস্কারপ্রাপ্ত অন্য শিল্পপ্রতিষ্ঠানগুলো হচ্ছে- বৃহৎ শিল্প ক্যাটাগরিতে পাড়াগাঁও (বড়চালা), ভালুকা ময়মনসিংহের রানার অটোমোবাইলস লিমিটেড, ঢাকা গাজীপুরের জাবের এন্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড, ফৌজদারহাট শিল্প এলাকা চট্টগ্রামের বিএসআরএম স্টিলস লিমিটেড, মাঝারি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- প্রেমবাগ, অভয়নগর যশোরের নিতা কোম্পানী লিমিটেড, পূর্ব ভাওয়াল মির্জাপুর গাজীপুরের নোমান টেরিটা ওয়েলমিলস লিমিটেড, ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- ভাটপাড়া, পাঁচদোনা নরসিংদীর হযরত আমানতশাহ স্পিনিং মিলস লিমিটেড, নন্দখালী, হেমায়েতপুর সাভারের তেতুলঝোড়া সিংগাইর রোডের বসুমতি ডিষ্ট্রিবিউশন লিমিটেড, এনএসসি টাওয়ার লেভেল-৯ ও ৪, ৬২/৩ পুরানা পল্টনের টেকনো মিডিয়া লিমিটেড, মাইক্রো শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বেলমা, আশুলিয়া ঢাকার গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং লিমিটেড, কুটির শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে পাঁচদোনা, ভাটপাড়া নরসিংদীর সামসুন্নাহার টেক্সটাইল মিলস্, হাইটেক শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে- চন্দ্র, কালিয়াকৈর গাজীপুরের ওয়ালটনহাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও রামারবাগ, কুতুবপুর ফতুল্লাহ নারায়ণগঞ্জের সুপার স্টার ইলেক্টিক্যাল এক্সেসরিজ লিমিটেড।
‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পপুরস্কার প্রাপ্ত প্রত্যেককে নগদ অর্থ এবং সম্মাননা স্বরূপ স্বর্ণ ট্রফি প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেককে শিল্পমন্ত্রণালয় থেকে সিআইপি পদমর্যাদা হিসেবে দেয়া হবে একটি করে পরিচয়পত্র। যা মেয়াদকাল পর্যন্ত সচিবালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ে প্রবেশের জন্য প্রবেশপত্র হিসেবেই গণ্য হবে।
বিভিন্নজাতীয় অনুষ্ঠানে এবং সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় তাঁরা আমন্ত্রণ পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধা দেয়াসহ সরকার কর্তৃক তাদেরকে শিল্পবিষয়ক নীতিনির্ধারণী কোনো কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে।
প্রসঙ্গত, যে বারোটি প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হলো তার মধ্যে ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ করদাতা হিসেবে গণ্য হয়েছেন গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কর্ণধার এ কে এম আতাউল করিম। এর আগেও দুইবার দেশসেরা করদাতা এবং ছয়বার সিলেট বিভাগের মধ্যে সেরা করদাতার সম্মাননা পেয়েছেন তিনি।
সিলেট নগরীর সুবিদবাজার ফাজিলচিস্ত এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুবকর মার্চেন্ট ও জাহানারা বকর এর একমাত্র পুত্র এ কে এম আতাউল করিম সবার দোয়া কামনা করেছেন।
সিলেট চেম্বারের অভিনন্দন
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সদস্য, তরুণ শিল্প উদ্যোক্তা, বিশিষ্ট শিল্পপতি ও এবিএম ওয়াটার কোম্পানীর কর্ণধার এ কে এম আতাউল করিম সরকারের মহামান্য রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন এর কাছ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার গ্রহণ করায় এবং তৃত্বীয়বারের মতো সিআইপি পদমর্যাদায় ভূষিত হওয়ায় দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি তাহমিন আহমদ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
চেম্বার সভাপতি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ কে এম আতাউল করিম তরুণ শিল্পোদ্যোক্তা হিসেবে যেভাবে সারাদেশে সুখ্যাতি অর্জন করেছেন, সেভাবে সিলেট তথা সমগ্র দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। চেম্বার নেতৃবৃন্দ তার উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করেন।