শাল্লায় বিএনপির সমাবেশ
ভোট চোরদের মুখে সুষ্ঠুু নির্বাচনের কথা মানায়না ——————– নাসির উদ্দিন চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৩, ৩:৩৯:২৬ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী বলেছেন, দেশের গণতন্ত্র হরণ, নির্বাচন ব্যবস্থা ধ্বংস, দিনের ভোট রাতে নিয়ে ভোট চুরির কলঙ্কজনক ইতিহাস করেছে আওয়ামীলীগ। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে তারা। শেখ হাসিনার ও তার ভোট চোরদের মুখে সুষ্ঠুু নির্বাচনের কথা মানায়না। এদের ক্ষমতা থেকে বিতাড়িত করে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা সকল দল-মত এর মানুষের দায়িত্ব।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে গতকাল মঙ্গলবার শাল্লায় আয়োজিত বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় রাহুতলা বাজার মাঠে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মাহদীন চৌধুরী, শাল্লা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আউয়াল, দিরাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাপ মিয়া, দিরাই উপজেলা যুবদল আহবায়ক মঈন উদদীন চৌধুরী মাসুক প্রমুখ। আটগাঁও ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোঃ শান্তু মিয়ার সভাপতিত্বে ও এহিয়া মিয়ার পরিচালনায় সভায় যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গসহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি