ছাতকে ৬ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজের উদ্বোধন
দেশে অভূতপূর্ব উন্নয়নে স্বাধীনতা বিরোধীদের গাত্রদাহ শুরু হয়েছে ————-মুহিবুর রহমান মানিক এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৩, ৪:০৪:৪৭ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, দেশের অভূতপূর্ব উন্নয়নে স্বাধীনতা বিরোধীদের গাত্রদাহ শুরু হয়েছে। তারা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ধারাবাহিক উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায়। কিন্তু বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা সকল বাধা উপেক্ষা করে দেশ ও জাতির কল্যাণে উন্নয়নের অগ্রযাত্রা চালিয়ে যাচ্ছেন। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারকে বারবার ক্ষমতায় বসাতে হবে। তিনি ছাতক-দোয়ারায় তার হাত ধরে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, কৃষি ও যোগাযোগ ক্ষেত্রে অভুতপূর্ব উন্নয়নের কথা তুলে ধরেন।
তিনি গতকাল মঙ্গলবার সকালে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের জোড়াপানি পয়েন্টে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে জোড়াপানি-নরসিংপুর রাস্তার পুনঃনির্মাণ কাজের উদ্বোধন শেষে আওয়ামীলীগ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুলের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কামরুজ্জামান দিলালের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, এডভোকেট আশিক আলী, নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন, আয়ামীলীগ নেতা আফজাল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম কিরণ, প্রধান শিক্ষক মোনায়েম খান, আওয়ামীলীগ নেতা কয়ছর আহমদ চৌধুরী, কৃষকলীগ নেতা আওলাদ হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান শাহাবুদ্দিন, শ্রমিকলীগ নেতা আজিজুর রহমান আজিজ, ছাত্রলীগ নেতা এস এম নাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা কৃপেশ চন্দ প্রমুখ। এ সময় ছাতক সিমেন্ট কারখানা সিবিএ সভাপতি আব্দুল কুদ্দুছ, আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম, উপজেলা কৃষকলীগ নেতা ছমরু মিয়া তালুকদার, আওয়ামীলীগ নেতা শুকুর আলী, রুস্তম আলী, জমসিদ আলী মেম্বার, আস্কর আলী মেম্বার মনজুর আলম, আজমল খান, উস্তার আলী, আনোয়ার হোসেন খান মখন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফখরুল ইসলাম মামুন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কৃষকলীগ নেতা ফয়েজ আহমদ, জামাল উদ্দিন আজিজুর রহমান আজিজ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সহসভাপতি সিরাজুল হক তালুকদার, জেলা ছাত্রলীগ নেতা রয়েল আহমদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।