সিলেট ও সুনামগঞ্জে ভারতীয় চিনি উদ্ধার ॥ ৭ চোরাকারবারী গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৩, ৪:৪২:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ সিলেট নগরী, ওসমানী নগর ও সুনামগঞ্জের ধর্মপাশায় গতকাল পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চিনি আটক করেছে পুলিশ। এসব ভারতীয় চিনি চোরাচালানের সাথে জড়িত ৭ ব্যক্তিকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ নগরীর শাহপরান সুরমাগেইট এলাকা থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারীকে গ্রেফতার করে । গ্রেফতারকৃতরা হলো- আলী আহমদ শহীদ (১৯) ও সারোয়ার আহমদ (২০)। এসময় ভারতীয় চিনি পরিবহন কাজে ব্যবহৃত একটি ডিআই পিকআপ গাড়ি জব্দ করে গোয়েন্দা পুলিশ। সহকারী পুলিশ কমিশনার তপন সরকার, পুলিশ পরিদর্শক ফজলুর রহমান, এসআই জয়ন্ত কুমার দে সহ গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। জব্দকৃত চিনির আনুমানিক মূল্য ৩ লক্ষ ১৫ হাজার টাকা। এব্যাপারে এসএমপি শাহপরাণ(রহ.) থানায় এজাহার দায়ের করে মামলা রুজু করা হয়েছে।
এদিকে, সিলেটের ওসমানীনগরে ১৫০ বস্তা ভারতীয় চিনিসহ এক চোরাকারবারীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে গোয়ালাবাজার ইউনিয়নের ইলাশপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ভারতীয় চিনিসহ চোরাকারবারীকে আটক করা হয়। এসময় চোরাচালানে জড়িত অন্য দুইজন পালিয়ে যায়। আটক নিজাম উদ্দিন (২৯) জৈন্তাপুর উপজেলার উত্তর ঘাটেরচটি এলাকার মো. নুর উদ্দিনের পুত্র। পলাতক আসামীরা হলেন, একই উপজেলার হরিপুর এলাকার কামরুল ইসলাম ও সাদিক মিয়া।
পুলিশ জানায়, ট্রাকে করে বালু দিয়ে ঢেকে অভিনব কায়দায় নিয়ে যাওয়ার সময় ১৫০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়। আটক ও পলাতক আসামীদের বিরুদ্ধে ওসমানীনগর থানায় মামলা দায়ে করা হয়েছে।
ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান : সুনামগঞ্জের ধর্মপাশায় ৯০ বস্তা ভারতীয় চিনি ১টি ইঞ্জিন চালিত ট্রলারসহ ৪ জন চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১টি ইঞ্জিন চালিত ট্রলার তল্লাশি করে ৫০ কেজি ওজনের ৯০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রলার ও ৪ জন চোরাকারবারীকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের এরশাদ, নাগড়া গ্রামের মো. আবুল আউছার, মো. হেলাল মিয়া ও কাজিহাটি গ্রামের ইসমাইল।
পুলিশ জানায়, ভারতীয় চিনি ও ইঞ্জিন চালিত ট্রলার জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করে ৪ জন চোরাচালানীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে ধর্মপাশা থানার ওসি মিজানুর রহমান জানান, অভিযান চালিয়ে ভারতীয় ৯০ বস্তা চিনি ১টি ইঞ্জিন চালিত ট্রলারসহ ৪ জন চোরাকারবারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত একটি মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়।