উন্নয়ন অব্যাহত রাখতে দেশে বারবার শেখ হাসিনা সরকারের প্রয়োজন —– মুহিবুর রহমান মানিক এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৩, ৪:৪৫:০৯ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, সরকারের আন্তরিকতার কারণে ছাতক ও দোয়ারাবাজারে ব্যাপক উন্নয়ন কাজ সম্পন্ন করতে পেরেছি।
উত্তর খুরমা ইউনিয়ন ও চরমহল্লা ইউনিয়নের বিভিন্ন ব্রিজ-কালভার্ট, বিদ্যালয়, মাদ্রাসা, বিদ্যুতায়ন ও রাস্তার উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, অতীতে আমরা যেসব এলাকায় রাস্তা নির্মাণের কথা ভাবতে পারিনি আজ সেখানে হয়েছে পাকা রাস্তা। আমরা ঘরে-ঘরে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। সরকারের এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে উত্তর খুরমা ও চর মহল্লা ইউনিয়নসহ গ্রামীণ এসব এলাকা শহরের মতো হয়ে যাবে।
গতকাল মঙ্গলবার ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নে ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে গাবুরগাঁও- আমেরতল বাজার পাকা সড়কের উদ্বোধন শেষে গাবুরগাঁও মাদ্রাসা মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদের সভাপতিত্বে তিনি আরো বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশে বার-বার শেখ হাসিনা সরকারের প্রয়োজন। এ জন্য আগামী সংসদ নির্বাচনে এই এলাকায় আওয়ামী লীগের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ছাত্রলীগ নেতা শিপলু আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, ছাতক উপজেলা প্রকৌশলী আফসার আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, আওয়ামী লীগ নেতা আফজাল আহমদ, রফিকুল ইসলাম কিরণ, পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান চৌধুরী সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনজুর আলম, কৃপেশ চন্দ প্রমুখ।