‘ছাতক-দোয়ারার মানুষ নেতৃত্বের পরিবর্তন চায়’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৩, ৪:৪৫:৫৩ অপরাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ দোয়ারাবাজারের নরসিংপুর ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে এক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার বিকেলে নরসিংপুর বাজারে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাপার সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন, ছাতক-দোয়ারায় সুষম উন্নয়ন হয়নি। সুনামগঞ্জ- ৫ (ছাতক-দোয়ারাবাজার) এর প্রত্যন্ত এলাকার মানুষ ভোট দিয়ে বার বার প্রতারিত হচ্ছেন। এবার মানুষ নেতৃত্বের পরিবর্তন চায়। উন্নয়নের জন্য মানুষ জাতীয় পার্টিকে চায়। ছাতক উপজেলা জাপার সহসভাপতি আখলুছ
মিয়ার সভাপতিত্বে ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল ছালিক মিলন তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল আওয়াল, দোয়ারাবাজার উপজেলা জাপার সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, জামালগঞ্জ উপজেলা জাপার সভাপতি এইচ এম ফারুক, ছাতক উপজেলা জাপার দপ্তর সম্পাদক সাজিদুর রহমান, প্রচার সম্পাদক আবুল হোসেন, যুগ্ম প্রচার সম্পাদক ডাঃ খলিল, যুবসংহতির সভাপতি জুবেদ আলী, দোয়ারাবাজার উপজেলা জাপা নেতা মোহাম্মদ আলী মিলন, ছাতক উপজেলা জাপা নেতা বিলাল আহমদ, আজির উদ্দিন, আব্দুল আহাদ, ফয়জুর রহমান প্রমুখ। এরআগে উপজেলার বিভিন্ন পয়েন্টে গণসংযোগ শেষে পথসভায় বক্তব্য দেন সুনামগঞ্জ- ৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জাপার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জাহাঙ্গীর আলম।