৯ মাসে দেশে গণপিটুনিতে নিহত ৫৭, ধর্ষণের শিকার ৮২৯
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৩, ৪:৫০:৫৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : দেশে গত ৯ মাসে ৯০টি গণপিটুনির ঘটনায় নিহত হয়েছেন ৫৭ জন। এছাড়া আহত হয়েছেন ৭১ জন। এ সময়ে ১৪২ টি শ্রমিক নির্যাতনের ঘটনায় নিহত হয়েছেন ২৬ জন। একই সময়ে ১৯৫৯ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৮২৯ জন।
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এর ২০২৩ সালের প্রথম ৯ মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর এ নয় মাসে ১৪০ টি হামলার ঘটনায় ২১৮ জন সাংবাদিক হত্যা, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। গত নয় মাসে সাংবাদিক আহত হয়েছেন অন্তত ১২১ জন, লাঞ্ছনার শিকার হয়েছেন ৭৭ জন, হুমকির শিকার হয়েছেন ১৪ জন ও গ্রেফতার ৫ জন।
এই সময়ে উদ্বেগজনকভাবে রাজনৈতিক সহিংসতার ৬৮৯টি ঘটনায় নিহত হয়েছেন ৬০ জন ও আহত হয়েছেন কমপক্ষে ৬৭৪৩ জন। এ সময়ে ১৯ টি গৃহকর্মী নির্যাতনের ঘটনায় ৭ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। এছাড়াও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৩৯ টি হামলার ঘটনায় ১৯ জন বাংলাদেশি নিহত এবং ১৮ জন আহত ও ৭ জন গ্রেফতার হয়েছেন।
৯ মাসে ১৯৫৯ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৮২৯ জন, যাদের মধ্যে আশঙ্কাজনকভাবে ৪৭৩ জন (৫৭%) ১৮ বছরের কম বয়সী শিশু। এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৫ জনকে যাদের মধ্যে শিশু ২১ জন। ৫৯৩ জন নারী ও শিশু যৌন নিপীড়ণের শিকার হয়েছেন এর মধ্যে শিশু ৩৩২ জন। যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় নিহত হয়েছেন ৫৬ জন নারী এবং শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৫৩ জন ও আত্মহত্যা করেছেন ৬ জন। পারিবারিক সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন ২৩৮ জন, আহত হয়েছেন ৮৫ জন এবং আত্মহত্যা করেছেন ৯১ জন নারী। এসিড সহিংসতার শিকার হয়েছেন ৮ জন নারী।