সিলেটে মানব পাচার অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ৫ জনের কারাদন্ড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৩, ৪:৫৭:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে মানব পাচার অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ৫ মানব পাচারকারীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুর রহমান এ রায় ঘোষণা করেন।
আদালত কর্তৃক দন্ডিতরা হলেন জকিগঞ্জ উপজেলার চারিগ্রামের আব্দুল মালিকের ছেলে শাহিন আহমদ (৫০), মাদারীপুর জেলার শিবচর থানার চর জানাজাত সামাদখাঁরকান্দি গ্রামের আবদুল আজিজ বেপারির ছেলে নূর মোহাম্মদ (৩৪), একই থানার দক্ষিণ বাঁশকান্দি গ্রামের আতাহার রহমান হাওলাদারের ছেলে আব্দুল কুদ্দুস হাওলাদার করিম (৩৬), ঝালকাঠি জেলার সদর থানার ধারাখানা (খানবাড়ি) গ্রামের মৃত আফতাব উদ্দিন খাঁনের ছেলে মাহাতাব উদ্দিন জসিম খাঁন (৪৭) ও তার ভাই শামীম খাঁন (৩২)।
তাদের মধ্যে শাহিনকে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড, নূর মোহম্মদকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড, আব্দুল কুদ্দুস হাওলাদার করিমকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড, জসিম খাঁনকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও শামীম খাঁনকে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
আসামিদের মধ্যে নূর মোহাম্মদ, আব্দুল কুদ্দুস ও জসিম খাঁন পলাতক রয়েছেন। বাকি দুজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, আসামিরা স্বল্প টাকায় স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর নামে লোকজনকে প্রলোভন দেয়। এক পর্যায়ে তাদের লিবিয়াসহ বিভিন্ন স্থানে আটকে নির্যাতন করে ও পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগী শুক্কুর দুই মাস লিবিয়ায় কারাবাসের পর বাংলাদেশ সরকারের সহায়তায় বাড়ি ফেরেন। এ ঘটনায় ২০১৮ সালের অক্টোবরে শুক্কুরের বড় ভাই আব্দুল জব্বার বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার সকল প্রক্রিয়া শেষে বুধবার আদালত আসামিদের বিভিন্ন মেয়াদে দন্ডিত করেন। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।