ইউপি উদ্যোক্তার মাধ্যমে ২ শতাধিক রোহিঙ্গার জন্মনিবন্ধনের অভিযোগ : আটক ১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৩, ৫:০০:৫৮ অপরাহ্ন
ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার সহযোগিতায় ২ শতাধিক রোহিঙ্গা জন্মনিবন্ধন প্রদানের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। ইউপি উদ্যোক্তা ঋতু হাসান পলাতক তবে তার সহযোগী সৈকতকে গ্রেফতার করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ঋতু হাসান ও তার সহযোগী সৈকত মোটা অংকের টাকার বিনিময়ে নাম ও ঠিকানা পরিবর্তন করে ২ শতাধিক রোহিঙ্গার জন্মনিবন্ধনের কপি তালিকাভুক্ত করা হয়। এর প্রতিবাদে ওই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ইকবাল বাদী হয়ে উদ্যোক্তা ঋতু ও তার সহযোগী সৈকত হাসানের বিরুদ্ধে ধর্মপাশা থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে থানা পুলিশ গতকাল মঙ্গলবার পাইকুরাটি ইউনিয়ন পরিষদ কমপ্রেক্সে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে উদ্যোক্তা ঋতু হাসান পালিয়ে যায়। তবে তার সহযোগী সৈকতকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, মোটা অংকের টাকার বিনিময়ে ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে ২ শতাধিক রোহিঙ্গার জন্মনিবন্ধনের বিষয়টি জানা মাত্রই উদ্যোক্তা ঋতু ও তার সহযোগী সৈকতের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছি।
ধর্মপাশা থানার এসআই মো. সবুর মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ঋতু ও তার সহযোগী সৈকত টাকার বিনিময়ে এলাকার নাগরিক বানিয়ে ২ শতাধিক রোহিঙ্গার জন্মনিবন্ধন দিয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন। এর প্রেক্ষিতে সৈকতকে গ্রেপ্তার করেছি। আজ বুধবার তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।