আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা পুলিশের নিরাপত্তা সমন্বয় সভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৩, ৬:৩৭:০০ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ সিলেট জেলা পুলিশের উদ্যোগে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে সিলেট জেলার পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ্ আল মামুনের সভাপতিত্বে সভায় পূজা উদযাপনকে কেন্দ্র করে সকল বিভাগের সাথে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, সিলেট মহানগর ও কেন্দ্রীয় কমিটি ও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি, সিভিল সার্জন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, র্যাব, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস ও পিডিবির প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ্ আল মামুন বলেন, যারা পূজা উদযাপনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। তিনি সভায় সকলের সহযোগিতায় সফলভাবে পূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।