বিশ্বকাপ ক্রিকেট শুরুর দিনে ইংল্যান্ড-নিউজিল্যান্ড মুখোমুখি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৩, ৬:৪২:৪৩ অপরাহ্ন
বদরুদ্দোজা বদর
ক্রিকেট প্রেমিরা নিশ্চয়ই ভুলে যাননি ২০১৯ বিশ্বকাপে টানটান উত্তেজনার সেই ফাইনালের কথা। লর্ডস গ্রাউন্ডের সেই স্মৃতি নিয়ে আজ আবার আহমেদাবাদে লড়াই করবে ইংল্যান্ড আর নিউজিল্যান্ড। ১৪ জুলাইয়ের সেই ¯œায়ুযুদ্ধে জেসন রয়ের থ্রোতে বলটি ধরে জস বাটলার যখন উইকেট ভেঙ্গে দিলেন তখন ইংলিশরা উল্লাসে মেতে উঠেছিলো। সুপার ওভারসহ ১০২ ওভারের সেই ম্যাচটি একটি এপিক ফাইনাল হয়ে স্মৃতি হয়ে থাকবে।
কেন উইলিয়ামসন ইনজুরিতে থাকায় আজকের ম্যাচে নেতৃত্ব দিচ্ছে না। তারপরও টম লেথামের ক্যাপ্টেনসিতে নিউজিল্যান্ড আজ ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল হারার বদলা নিতেই মাঠে নামবে।
কাগজে কলমে এবারের টপ ফেভারিট ইংল্যান্ড পূর্ণ শক্তি নিয়েই আজ মাঠে নামবে। জনি বেয়ারস্ট্রো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জোস বাটলার এক ঝাক ব্যাটার আছে দলে। কিন্তু ট্রেন্ট বাউল্ট, লকি
ফারগুসন, মেট হেনরি, ইশ সোদি এসব ফর্মে থাকা বোলারদের কতটা সামলাতে পারবেন সেটাই হবে আজ মাঠের মূল আকর্ষণ।
নিউজিল্যান্ডের উইল ইয়ং, ডেভন কনওয়ে, ডেরিল মিচেল, টম লেথাম দারুন ফর্মে আছে। কিন্তু লিয়ান লিভিংস্টোন, স্যাম কারেন, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ আর রিস টপলির বোলিং মোকাবেলা করেই খেলতে হবে তাদের। উদ্বোধনী ম্যাচটি উপভোগ্য হোক ক্রিকেট প্রেমিদের এটাই প্রত্যাশা।