বিশ্ব শিক্ষক দিবস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৩, ৮:০২:৩৪ অপরাহ্ন
যখন কোন কিছু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়, তখনও আপনি তা করেন যদিও প্রতিকূলতা আপনার পক্ষে না থাকে। -ইলেন মাস্ক
বিশ্ব শিক্ষক দিবস আজ। মানুষ গড়ার কারিগর শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখার লক্ষে পালিত হচ্ছে দিবসটি। শিক্ষকদের অধিকার, করণীয় ও মর্যাদা সংক্রান্ত ইউনেস্কো আইএলও’র ১৯৬৬ সালের সুপারিশগুলো ১৯৯৪ সালের আজকের এই দিনে গৃহিত হওয়ার ঘটনাকে স্মরণীয় রাখার জন্য দিবসটি পালিত হয়। দিনটি উপলক্ষে ইউনেস্কো, আইএলও’র সাথে ইউনিসেফ, ইউএনডিপি, গ্লোবাল ক্যাম্পেইন ফর এডুকেশন, এডুকেশন ইন্টারন্যাশনাল যৌথ বিবৃতি প্রকাশ করে থাকে। তারা এ উপলক্ষে প্রতিবছর একটি প্রতিপাদ্যও নির্ধারণ করে। সব মিলিয়ে দিবসটি প্রতিটি সচেতন মানুষের কাছে গুরুত্বপূর্ণ।
শিক্ষকরা হচ্ছেন শিক্ষাগুরু। তারা মানুষকে সুশিক্ষিত সুনাগরিক হয়ে গড়ে তোলার গুরুদায়িত্বটি পালন করে থাকেন। শিক্ষকদের হাতেই গড়ে ওঠে বিজ্ঞানী, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, পন্ডিত। রাষ্ট্রের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত ব্যক্তি কিংবা বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিরা সকলেই কোন না কোন শিক্ষকের ছাত্র। তাই শিক্ষকদের মর্যাদা সমাজের আর দশজনের চেয়ে ওপরে। শিক্ষকদের মর্যাদা অক্ষুণœ রাখা এবং আরও সমুন্নত করাই হচ্ছে বিশ্ব শিক্ষক দিবসের লক্ষ। ১৯৬৬ সালের আজকের এই দিনে প্যারিসে বিভিন্ন রাষ্ট্রের সরকারগুলোর সম্মেলনে একশ’ ৪৪টি সুপারিশসহ শিক্ষকদের মর্যাদা সনদ গৃহীত হয়। পরে জাতিসংঘের আরেক সংগঠন আইএলও তা অনুমোদন করে। এই ধারাবাহিকতায় ১৯৯৪ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনে ৫ই অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়। তবে সেটা ছিলো কেবল প্রাথমিক শিক্ষকদের জন্য; ১৯৯৭ সালে ইউনেস্কোর বিশেষ অধিবেশনে উচ্চতর স্তরের শিক্ষকদের মর্যাদা সংক্রান্ত সুপারিশ গৃহিত হয়। অর্থাৎ সকল স্তরের শিক্ষকদের মর্যাদা রক্ষার তাগিদেই এখন এই দিবসটি পালিত হচ্ছে। আজকের এই বিশ্ব শিক্ষক দিবসের প্রাক্কালে আমাদের দেশের শিক্ষকদের মর্যাদা কোন পর্যায়ে সেটা দেখা দরকার। প্রথমেই বলা দরকার, পদমর্যাদা বা বেতন-ভাতা নিয়ে শিক্ষকদের একটা অংশ প্রায় সময়ই আন্দোলন করে থাকেন। অপরদিকে এক শ্রেণীর শিক্ষকের হাতে শিক্ষার্থী শারীরিক ও মানসিক নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছে। শিক্ষকদের একটা অংশ নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। তারা দেশের পাঁচ লক্ষাধিক শিক্ষকের ভাবমূর্তি বিনষ্ট করছে। আবার শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের ব্যবহার করে ব্যক্তিস্বার্থ উদ্ধার এবং শিক্ষার্থীদের দলীয় রাজনৈতিক স্বার্থ উদ্ধারের হাতিয়ার হিসেবে ব্যবহারের ঘটনা ঘটছে। তাছাড়া, রয়েছে শিক্ষার বাণিজ্যিকীকরণের অভিযোগ। একটা মহল শিক্ষাকে পণ্য হিসেবে বিবেচনা করছে। সর্বোপরি যুগোপযোগি পাঠদানের ওপর অনেক শিক্ষকেরই দক্ষতা আশানুরূপ নয়। এইসব কারণে আমাদের শিক্ষার মান বাড়ছে না।
ইউনেস্কোর বিশেষ অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ি পালিত হয় এই শিক্ষক দিবস। অধিবেশনে শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধেও ব্যাখ্যা দেয়া হয়েছে। এতে বলা হয়, শিক্ষকদের প্রতিদিন, প্রতি সপ্তাহে কতো কর্মঘন্টা কাজ করা আবশ্যক, তা শিক্ষক সংগঠনগুলোর সঙ্গে পরামর্শক্রমে নির্ধারণ করতে হয়। শিক্ষকদের ছুটি, অবকাশ যাপন, বিদেশ ভ্রমণ, বিদেশে শিক্ষা গ্রহণ, তাদের পদ ও মর্যাদা সুরক্ষা ইত্যাদি ক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে ইউনেস্কো। কিন্তু এই নির্দেশনাগুলো আমাদের দেশে খুব একটা কার্যকর নেই। আজকের এই বিশ্ব শিক্ষক দিবসে আমাদের প্রত্যাশা হচ্ছে শিক্ষক সমাজের মর্যাদা ও সুযোগ-সুবিধার দিকে নজর দেবে সরকার; পাশাপাশি শিক্ষক সমাজেরও সব ধরনের অভিযোগের ঊর্ধ্বে থেকে একটি সুশিক্ষিত জাতি গঠনে মনোনিবেশ করা উচিত বলেই আমরা মনে করি।