গোয়াইনঘাটে পিকআপ ভর্তি ভারতীয় চিনিসহ আটক ২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৩, ২:০৬:৪৭ অপরাহ্ন
গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা ঃ গোয়াইনঘাটে দুটি পিকআপ ভর্তি ভারতীয় ৯৯ বস্তা চিনিসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ। গতকাল বুধবার সকালে গোয়াইনঘাট-সারিঘাট সড়কের লেংগুরা ব্রিজের পশ্চিমে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, গোয়াইন গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে গাড়ির চালক মো. দারা মিয়া ও জৈন্তাপুর উপজেলার হেমু মাঝেরটুল গ্রামের নুরুল আবেদীনের ছেলে মো. সাহেল আহম্মদ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে গোয়াইনঘাট থানার এসআই জাকিরুল ইসলাম গোয়াইনঘাট-সারিঘাট সড়কের লেংগুরা ব্রিজের পশ্চিমে গাড়ি তল্লাশি করেন। এসময় দুইটি ডিআই পিকআপ থেকে ৫০ কেজি ওজনের ৯৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। ভারতীয় চিনি পাচারের সাথে জড়িত গাড়ির চালক মো. দারা মিয়া ও মো. সাহেল আহম্মদকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক দুই আসামিসহ ৬ জনের নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন।
দুটি পিকআপ গাড়ি ও ভারতীয় চিনিসহ দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।