জগন্নাথপুরে ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৩, ২:০৮:৩২ অপরাহ্ন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে ভিমরুলের কামড়ে সমেশ মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বুধ্বার সকালে নিজ বাড়িতে তিনি মারা যান।
এলাকাবাসী ও বৃদ্ধের পারিবারিক সূত্রে জানা গেছে, পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার বৃদ্ধ সমেশ মিয়া গত মঙ্গলবার বিকেলে তাঁর এক আত্মীয় বাড়ি উপজেলার আলখানাপাড় গ্রামে যান। সন্ধ্যার দিকে ফেরার পথে হঠাৎ কয়েকটি ভিমরুল তার ওপর আক্রমণ করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। গতকাল বুধবার সকালে নিজবাড়িতে তিনি মারা যান।
সমেশ মিয়ার ভাতিজা রফিক মিয়া জানান, ভিমরুলের কামড়ে আহত হওয়ার পর তার চাচা প্রাথমিক চিকিৎসা নেন। কিন্তু বুধবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান। আমাদের ধারণা ভিমরুলের কামড়ে তার মৃত্যু হয়েছে।
একই এলাকার বাসিন্দা জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম জানান, ভিমরুলের কামড়ে বৃদ্ধ মারা গেছেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন।