সিলেটে বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তার কাছে টাকা চেয়ে সর্বহারা পার্টির ফোন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৩, ২:১০:০৪ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ বাংলাদেশ ব্যাংক সিলেটের ১৩ কর্মকর্তার নিকট টাকা চেয়ে ফোন করেছে পূর্ববাংলা সর্বহারা কমিউনিস্ট পার্টি। দলটির একজন নেতা পরিচয় দিয়ে একাধিক ফোন নম্বর থেকে তাদের ফোন করে নগদ নম্বরে (০১৯২৪১৪৩৫৬৪) টাকা পাঠাতে বলছে। টাকা না পাঠালে তাদের পরিবারের সদস্যদের প্রাণে হত্যারও হুমকি দিয়েছে। বিষয়টি কাউকে না জানাতেও বলেছে তারা। যেসব নম্বর থেকে টাকা চেয়ে ফোন করা হচ্ছে
সেগুলো হলো, ০১৮১৪-৫৭২৮৯০, ০১৭৩৬-৬৭৯৩২৪, ০১৭২৩ ৭০৪৮৯৯ ও ০১৭৩১ ৩২০৪৫০। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক সিলেটের যুগ্ম পরিচালক ও নিরাপত্তা কর্মকর্তা গতকাল বুধবার সিলেট কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। এসএমপির কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) সুমন কুমার চৌধুরী জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, তারা বিষয়টি তদন্ত করছেন। থানার এসআই মিশু লাল দত্তকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।