চাঁদা না দেয়ায় কিশোর পুত্রের পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৩, ২:১২:২৪ অপরাহ্ন
লাখাই(হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ লাখাই উপজেলার করার গ্রামে চাঁদা না দেয়ায় দুর্বত্তরা বাবা কে না পেয়ে কিশোরপুত্রের পায়ের রগ কেটে দিয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে লাখাই উপজেলার করার ফুলতৈল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা কিশোর জিদান(১৪) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
জানা যায়, গত সোমবার জিদানের পিতা শহিদ মিয়ার ডেকোরেটার্সের দোকানে এসে রাসেল মিয়া (২৮) ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি অপারগতা প্রকাশ করলে দুর্বৃত্ত রাসেল জিদানের পিতা ও তাদের পরিবারের সদস্যদের উপর আক্রমণের হুমকি দিয়ে যায়। গত মঙ্গলবার জিদান করাব গ্রামের তার চাচার বাড়ি থেকে করাব ফুলতৈল বড় বাজারে পিতার দোকানে আসার পথে রাস্তায় ওঁৎ পেতে থাকায় রাসেল মিয়া, সুবেল মিয়া(২৬),জাবেল মিয়া(২৪),আতাবুর মিয়া(৪৫),স্বাধীন মিয়া(২০) জিদানের পথ রোধ করে। তারা রামদা ও দা দিয়ে জিদানের পায়ের রগ কেটে দিয়ে শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এব্যাপারে লাখাই থানার অফিসার ইনচার্জ নুনু মিয়া বলেন, জিদানের বাবা শাহিদ মিয়া বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।