সিলেটের ডাক-এ সংবাদ প্রকাশের পর ইউপি চেয়ারম্যান ও সচিবকে শোকজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৩, ২:১৭:১৩ অপরাহ্ন
ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন চেয়ারম্যান ও সচিবকে শোকজ করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক। এছাড়া উদ্যোক্তা ঋতুর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে।
উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ঋতু ও তার সহযোগী সৈকতের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভূয়া নাম ঠিকানা ব্যবহার করে ২ শতাধিক রোহিঙ্গার জন্মনিবন্ধনের বিষয়ে গতকাল ৪ অক্টোবর দৈনিক সিলেটের ডাক -এ একটি রিপোর্ট প্রকাশিত হয়।
এর প্রেক্ষিতে সুনামগঞ্জ জেলা প্রশাসক ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ইকবাল ও তার সচিব এ কে এম রুহুল আমীনকে শোকজ করেছেন। পলাতক উদ্যোক্তা ঋতুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে প্রশাসন।
এ ব্যাপারে ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার জানান, পাইকুরাটি ইউনিয়ন পরিষদে ভূয়া নাম ঠিকানায় জন্মনিবন্ধনের ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক উক্ত ইউপি চেয়ারম্যান ও সচিবকে শোকজ করেছেন। এছাড়া উদ্যোক্তা ঋতুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ইকবাল জানান, এর সাথে আমি ও আমার সচিব জড়িত নয়। গ্রেফতারকৃত সৈকত পুলিশের জিজ্ঞাসাবাদে জবানবন্দিতে বলেছে, সে নিজেই একটি আইডি খুলেছে।