বিশ্বম্ভরপুরে নারী নির্যাতন ও ধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৩, ২:১৮:২০ অপরাহ্ন
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ বিশ্বম্ভরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নারী নির্যাতন ও ধর্ষণ মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো সালুকাবাদ ইউপির কাপনা গ্রামের আব্দুল হেকিম এর পুত্র মো. আবুল বাশার (২৫) ও ধনপুর ইউপির রাজাপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস এর পুত্র আব্দুল বাসির (১৯)।
জানা গেছে, থানার এসআই আনন্দের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে নারী শিশু নির্যাতন মামলার আসামি মো. আবুল বাশারকে ও ধর্ষণ মামলার আসামী আব্দুল বাসিরকে গ্রেফতার করে। গতকাল আসামীদের আদালতে প্রেরণ করা হয়।
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক দুই আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।