জনগণ চাপাবাজ সরকারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে ——-কাইয়ুম চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৩, ৪:১০:১৭ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গণবিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকার দেশে দেশে ধর্না দিয়ে ব্যর্থ হয়ে উন্মাদের মতো আচরণ করছে। তারা ভয়াবহ কষ্ট দিয়ে তিলে তিলে বেগম খালেদা জিয়াকে হত্যার প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, কাপুরুষ ও দুষ্কৃতকারীরাই তলে তলে আপোস করে। সুষ্ঠু নির্বাচন হলে হারবে বলেই তলে তলে আপোসের কথা বলছেন। জনগণ চাপাবাজ সরকারকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। মানুষ যেভাবে রুখে দাঁড়াচ্ছে অচিরেই গণমুক্তি ঘটবে।
তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপির মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, শীঘ্রই ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে নিষ্পেষিত জনগণের বিজয় আসবে। বিএনপির চলমান আন্দোলন সংগ্রামে ব্যাপকভাবে জন সম্পৃক্ততার লক্ষ্যে সকল উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপি’র ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে কানাইঘাট উপজেলা বিএনপির সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশীদ মামুন (চাকসু), কানাইঘাট উপজেলা বিএনপি সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন ও কোহিনূর আহমেদ, কানাইঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শরীফুল হক, জেলা বিএনপির উপদেষ্টা আবিদুর রহমান, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম, কানাইঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান পারভেজ, কোষাধ্যক্ষ আবুল বাশার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ। বিজ্ঞপ্তি