আ’ লীগকে ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে ———. মিজানুর রহমান চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৩, ৪:১৪:২৮ অপরাহ্ন
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, আওয়ামী লীগ যদি নির্বাচনের সময় সরকারে থাকে তাহলে কোনো নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। আওয়ামী লীগ একটি প্রতারক, মিথ্যাবাদী দল, অত্যাচারী দল। নির্বাচন কমিশন যাই বলুক, আমরা তাদের বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ যদি নির্বাচনের সময় সরকারে থাকে, তাহলে কোনো নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার জনগণের সঙ্গে বেইমানি করেছে। আওয়ামী লীগ বলেছিল, ক্ষমতায় এলে ১০ টাকা কেজি চাল খাওয়াবে, বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে, বলেছিল বিনা পয়সয় সার দেবে, কিন্তু দেয়নি, এটাই হচ্ছে আওয়ামী লীগ।
তিনি বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারের হলরুমে জাউয়াবাজার ও দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, আবু হুরায়রা সুরত, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সহ স্থানীয় বিষয়ক সম্পাদক আবুল হাসনাত চেয়ারম্যান, সহ প্রচার সম্পাদক গোলাম হোসেন শাকিল, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, কয়েছ আহমদ, আতিকুর রহমান, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াছ উদ্দিন, ভাতগাঁও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদুর রহমান আবিদ, বিএনপি নেতা আনোয়ার খাঁ, হোসিয়ার আলী, ডা. ফজল, সোনা মিয়া, আব্দুর রশীদ, সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আহাদ, মানিক মিয়া, কামাল হোসেন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান, ছাতক উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সুজন মিয়া, সাব্বির আহমদ, সদস্য জসিম উদ্দিন, দুদু মিয়া তালুকদার, আলা উদ্দিন, জাউয়ারবাজার ইউপি ছাত্রদলের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মিনার আহমদ, দক্ষিণ খুরমা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নূর আহমদ প্রমুখ।
উক্ত সমাবেশে জাউয়াবাজার, দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামী লীগ থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মিজানুর রহমান চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে জাউয়াবাজার ও দক্ষিণ খুরমা ইউনিয়নের জামিল হক, আব্দুল, আমিরুল হক, নানু মিয়া, আজিজুল হক, চন্দন, সালাম, সানুর, আফরু আলী, রবিউল হক, ইয়াছবির, আনোয়ার হোসেনসহ দেড় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। বিজ্ঞপ্তি