সিলেটে সেমিনারে বক্তাদের অভিমত
সাবধানে অনলাইনে কার্যক্রম সর্বত্র বিস্তৃত করতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৩, ৪:২৩:৩২ অপরাহ্ন
ডাক ডেস্ক ॥ বাংলাদেশে অনলাইন নিরাপত্তা বিষয়ে যুব সমাজের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে “সাবধানে অনলাইন-এ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর হোটেল স্টার প্যাসিফিকে টিকটক ও জাগো ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে ১০০ অংশগ্রহণকারী নিয়ে বিভাগীয় এ সেমিনারের আয়োজন করা হয়।
জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কোরবী রাকশান্দের সভাপতিত্বে ও পার্টনারশিপ এন্ড ব্রান্ডিং গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নাজিবা নাজমি রশীদ অবনীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ মিজানুর রহমান, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, উইমেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট রাবেয়া আক্তার রিয়া, ইনফ্লুয়েন্সার সাকিব বিন রশীদ।
রাবেয়া আক্তার রিয়া বলেন, “ইন্টারনেট আমাদের জন্য বড় পাওয়া। বর্তমানে এমনকি বাচ্চাদের কাছেও ইন্টারনেটের এক্সেস আছে। আমি অভিভাবকদের অনুরোধ করব ইন্টারনেটে তাদের বিচরণ গভীরভাবে মনিটর করবেন; যাতে করে তারা শুধুমাত্র ইন্টারনেটের ইতিবাচক দিকগুলোই বেছে নেয়।
সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী বলেন, “সাম্প্রতিক সময়ে আমরা অনলাইনে যুব-সম্প্রদায়কে বিভিন্ন অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়তে দেখছি। আমি যুবক-যুবতীদের আহবান করব এই ধরনের ব্যাপারগুলো থেকে নিজেদের বিরত রাখার সর্বাত্মক চেষ্টা করা।” তিনি আরো বলেন, “ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা সৃষ্টির পাশাপাশি স্কুল এবং কলেজ পর্যায়ে সাবধানে অনলাইনের মত কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘ইন্টারনেট ও বিশেষ করে সোশাল মিডিয়াতে যেসব অসত্য বা অনৈতিক কনটেন্ট ছড়িয়ে পড়ছে- তা প্রতিহত করতে হবে। আইনের যথাযথ ব্যবহারের মাধ্যমে এগুলো প্রতিহত করা সম্ভব। কিন্তু সাধারণ মানুষের সচেতনতা ছাড়া কোন কিছুতেই সফলতা আসবে না।’
ইনফ্লুয়েন্সার সাকিব বিন রশীদ অনুষ্ঠানে উপস্থিত যুব সমাজের প্রতিনিধিদের উদ্দেশ্য করে বলেন, “ইন্টারনেটের সিকিউরিটির প্রতি নজর রাখার পাশাপাশি আমাদের এমন কন্টেন্ট থেকে আমাদের দূরে থাকা উচিত-যা আমাদের মন মানসিকতা নষ্ট করে। তিনি আরো বলেন, ‘আর্টিফিশেয়েল ইন্টেলিজেন্স যেভাবে শক্তিশালী হয়ে উঠছে, তাতে কিছুদিন পর সত্য-মিথ্যার ফারাক বোঝা আমাদের জন্য দুরূহ হয়ে পড়ছে। তাই ইন্টারনেটে যে কোন তথ্য বিশ্বাস করার আগে যাচাই করে নেয়া খুবই জরুরী।
অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিগণ, সাংবাদিক, স্বনামধন্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং জাগো ফাউন্ডেশন-এর উচ্চপদস্থ কর্মকর্তাগণ।
প্রসঙ্গত, সিলেট বিভাগের মোট ৪ টি জেলায় কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে মাঠ পর্যায়ে কাজ শুরু হয় এ প্রকল্পের। মাঠ পর্যায়ের কার্যক্রম হিসেবে এই প্রত্যেকটি জেলায় “অনলাইন সেফটি আড্ডা” নামক দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়, যাতে অংশগ্রহণ করেন ১৬-২৫ বছর বয়সী স্থানীয় তরুণ-তরুণীরা। প্রকল্পের সিলেট পর্বের সমাপ্তি অনুষ্ঠান হিসেবে এই বিভাগীয় সম্মেলন আয়োজন করা হয়।
প্রকল্পের অনলাইন ক্যাম্পেইনের অংশ হিসেবে “অনলাইন সেফটি আড্ডা” কর্মশালায় অংশগ্রহণকারীদের ঝযধনফযধহব ঙহষরহব হ্যাশট্যাগটি ব্যবহার করে ইতিবাচক কনটেন্ট তৈরি করে নিজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার আহবান জানানো হয়। এটি মূলত ছিল একটি অনলাইন কনটেন্ট তৈরির প্রতিযোগিতা।